পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ লিজেণ্ড অব মনট্রোজ, চতুর্থ পরিচ্ছেদ Once on a timo, no matter when, Some Glunimies met in a glen ; As deft and tight as ever were A durk, a targe, and a claymore, Short hose, and helted plaid or trews, 1n Uist, Lochaber, Skye, or Iewes, Or cover'd hard head with his honnet; Had you but known them, you would own it. Meston, পর্য্যটকদিগের নয়ন-সমক্ষে, বুক্ষ-সমাকীর্ণ একটি পাহাড় ভাসিয়া উঠিল । সৰ্ব্বোচ্চ চড়ার বৃক্ষবাজিঅস্তগামী স্থৰ্য্যের কনক-কিরণে উদ্ভাসিত হইতে দেখা মাইতেছিল । এষ্ট পাৰ্ব্বত্য প্রাচীন বুক্ষরাজির মধ্যস্থানে একটি দুর্গের উন্নতশীর্ষ অর্থাৎ ধূম-নির্গমনের চিম্নিসমূহ যেন গগন স্পর্শ করিঙেছিল । এই দুর্গ অথবা অট্টালিকাই পর্যটকগণের লক্ষ্যস্থল । অশ্বারোহীর মতই অগ্রসর হইতে লাগিলেন, তাহাদের মনে হইল, প্রাচীন দুর্গের ব:ভবনের অনেক কক্ষ প্রভৃত্তি নূতন নিৰ্ম্মিত হইয়াছে । বাতায়নগুলিতে লৌহদণ্ড-সমূহ সংযোজিত হইয়াছে প্রাঙ্গণের ন্ধোরণদ্বার রুদ্ধ । কেহু দ্বার পুলিতে বধিলে, অনেক সত্তক প্রশ্নের পর, তোরণদ্বারের একাদ্ধ জুই জন ভৃত্যু উন্মুক্ত করে । উভয়েই শক্তিশালী হাইল্যাণ্ডার, এবং অস্ত্রশস্ত্রে মুসজ্জিত, যদি কেহ বলপূৰ্ব্বক প্রবেশ করিতে ১াহে, তাছাকে বাধ; দিবার জন্য এইরূপ ব্যবস্থা । পৰ্য্যটকগণ ভিতরে প্রবেশ করিয়া দেখিতে পাইলেম, দুর্গ-রক্ষার জন্ত অতিরিক্ত ব্যবস্থা হইয়াছে ! ফুর্গ-প্রাচীরে সশস্ত্র প্রহরী বসিয়াছে, প্রহরীদের হাতে আগ্নেয়ন্ত্র । দুইটি কোণে দুইটি ছোট কামান ও বসান হইয়াছে । র্তাহার। প্রাঙ্গণে উপনীত হইবামীর অনেক গুলি ভূত্য তাড়াতাড়ি দুর্গমধ্য হইতে বাহিরে ছুটিয়া আসিল । কেহ ঘোড়া ধবিল, কেহ বা তাঙ্গাদিগকে ভিতরে লইয়া যাইবার নিমিত্ত ব্যস্ত হইল , কিন্তু ক্যাপ্টেন ডেলগেটি কাহারও হাতে নিজের ঘোড়ার ভার দিতে চাঞ্ছিল না । সে বলিল, “বন্ধুগণ, গষ্টেভসকে ( তাহার ঘোড়ার নাম ) আমি নিজেই আস্তাবলে রাখি । ও আমার দীর্ঘদিনের বন্ধু ।” এই ৰলিয়া সে "স্বয়ং তাছাকে অশ্বশালায় লইয়া গেল । s२१ লর্ড মেনটিশ ও তাঙ্গার অনুচররা ঘোড়াগুলি পরিচারকদিগের হাতে দিয়া বাড়ীর মধ্যে প্রবেশ করিলেন । সকলেষ্ট এক এক পাত্র সুরা পান করিলেন । তার পর ভিতরের হলঘরে প্রবেশ করিলেন । কক্ষ-প্রাচীরে নানাপ্রকার অন্ত্র-শস্ত্র সজ্জিত ছিল—বন্দুক, তরবারি, তাঁরধঃ, বঙ্গম নানাজাতীয় অন্ত্র ; প্রত্নতাত্ত্বিকগণের হয় ত সেগুলি পৰ্য্যবেক্ষণ করিতে এক মাস সময় লাগিত । কিন্তু এ সকল বস্তু বর্তমান দর্শকগণ বহুবার বহুভাবেই দেখিয়াছেন । একখানি বৃহৎ টেবল ঘরের মধ্যে অবস্থিত ছিল। লর্ড মেনটথের জন্য সেই টেবলের উপর আহাৰ্য্যাদি পরিবেদিত হইল। অনুচরগণের জন্য অার একখানি টেবলে আহার্যাদি সজ্জিত হুইল । অতিথির অগ্নিকুণ্ডের পাশ্বে সমবেত হইলেন। যুবক ভদ্রলোক এক দিকে, তাহার অমুচররা অন্য দিকে ! লর্ড বলিলেন, এণ্ডারসন, আমাদের সঙ্গী লোকটিকে আমার কেমন মনে হয় ?" এণ্ডারসন বলিল, “বেশ বলবান যোদ্ধা । এরকম আরো বিশ ত্ৰিশ জন লোকের দরকার । তা হ’লে আমাদের সেনাদল বেশ শৃঙ্খলা শিখৰে ।” লর্ড বিলিলেন, “তোমার সঙ্গে আমার মত মিলুলে স্বামীর মনে a, ক্যাপ্টেন ডেলগেটি বিদেশে থেকে খালি রক্ত-পিপাসাই বাড়িয়েছে। এখন নিজের দেশে এসে সেই তৃষ্ণ নিবারণ করতে চায় । বেতনভুক্ এরকম যোদ্ধাদের আমি ঘৃণা করি । সারা পুথিবীতে এই রকম স্কটের জন্য বদনাম হয়েছে । এব। টাকা পেলে সধ করতে পারে । এর শুধু মাসকাবারে মাইনে পেলেই খুসী। তাই এ-কে ছেড়ে ও-কে অবলম্বন ক’রে বেড়ায় । যে বেশ টাকা দেবে, তার দলেই থাকবে । এদের লুণ্ঠন-প্রীতি খুব বেশী ব’লেই আমাদের ঘ4োয়; যুদ্ধ মিটছে না. লোকটার কথা শুনে অামার ধৈর্য্যধারণ অসম্ভং বোধ হচ্ছিল ওর বুষ্টত দেখে হাধিও পায় ” এণ্ডারসন বলিল, “হুজুর, অামায় মাপ করবেন। এখন আপনি অনুগ্রহ ক'রে ক্রোধ প্রকাশ করবেন ন। । মনের ভাব গোপন রাখাই সঙ্গত । যারা নাচ প্রবৃ িনিয়ে ঘুরে বেড়ায়, তাদের সাহায্য ব্যতীত এখন চলার উপায় নেই । এট অবশু দুঃখের কথা, কিন্তু সত্য | রকম লোকের সাঙ্গাষ্য ५ीश्वन शद्भकांद्र *