পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S$8 করতেন। দেশের শাস্তির দিকে লক্ষ্য রাখ1র্তার উচিত ছিল ।” মনটোজ বলিলেন, “সার ডনকাম্, র্যারা নিজেদের উচ্চাভিলাষ এবং নিজেদের স্বার্থসিদ্ধির অজুহাত খুঁজছেন, তারাই দেশকে বৰ্ত্তমান অবস্থায় ফেলেছেন । আমরা অত্যন্ত দুঃখের সঙ্গেই সে অবস্থাব প্রতীকার করবার চেষ্টা করছি।" সার ডনকান ক্যাঙ্গেল বলিলেন, “কিন্তু ধিনি ১৬৩৯ খৃষ্টাব্দে, কভেনান্টের অনুরাগী হয়ে, টাইন অতিক্রম ক’রে নিজের সেনাদের নিয়ে রাজসৈন্তের বিরুদ্ধে প্রবল যুদ্ধ করেছিলেন, সেই মন্তদাশয় আয়ূলকে স্বার্থপরদের কোন দলে ফেলুব, বলুতে *ांtब्रन ?* অবিচলিস্তকণ্ঠে মনট্ৰোছ বলিলেন, “আপনার বিন্দ্রপবাণীর মানে বুঝতে আমার একটুও কষ্ট হচ্ছে না । যৌবনজনোচিত ভ্ৰম আমি সে সময়ে করেছিলাম । সেজন্য শকুতাপ ও যথেষ্ট করেছি । তখন কৌশল্পী ভণ্ডদের পাল্লায় পড়ে যে অপরাধ করেছিলাম, সৰ্ব্বাস্ত:করণে এখন তার প্রায়শ্চিন্তু করছি । সুতরাং আপনি যেজন্ত আমায় বিদ্ধপ করছেন, সে সময়ের সে মহাপাপের জন্য আমি ক্ষম! পেতে পারব । অন্ততঃ ক্ষমা পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা ক’রে দেখব । কারণ, আমি এখানে সশস্ত্র এসেছি । দেহের সর্বশ্রেষ্ঠ রক্তবিন্দু পাত করে গু আমার ভ্রম সংশোধনের চেষ্টা পাব । এ ছাড়া নশ্বর মানুষ আর কিছু করতে পারে না ।" সার ডনকান বললেন, “ভাল, লর্ড মহোদয়, আমি এই ভাষাতেই মাকু ইস আর্গাইলকে সব ঘটনা জামাব । মাকু ইস্ অামাকে আর একটা কথা ব’গে দিয়েছেন । এই ঘরোয়া বিবাদ যাতে না ঘটে, তার জন্য কি সৰ্ত্তে সন্ধি হতে পারে, আপনি তা বলতে পারেন । প্রতিবেশীর আত্মঘাতী যুদ্ধে বিনষ্ট হবে, এট। ত বাঞ্ছনীয় নয় ।” সহাস্তমুখে মনট্রেজ বললেন, “এটা ত শাস্তির প্রস্তাব । এ প্রস্তব আপনার মত শক্তিশালী ব্যক্তির কাছ থেকেই আসছে । সন্ধির প্রস্তাব হতে পারে, কিন্তু মাকুইস সেই সৰ্বমত কাজ করবেন, তার উপযুক্ত জামীন একান্তই দরকার । মাকুইস বিশুদ্ধভাবে শাস্তি-প্রস্তাবের মত কাঞ্জ করবেন, এটা জানতে পারলে আমরা শাস্তি-সংস্থাপন করেই . যেতে পারি । নয় ত যুদ্ধ চালাব । কিন্তু সার ডনকানু, আপনি একজন প্রবীণ ও বিচক্ষণ সৈনিক । অামাদের আলোচনা ও কাৰ্য্যপদ্ধতির সাক্ষী হস্তুে সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী থাকৃবেন, সেটা আমরা চাইনে। সেজন্য, আপনি এখন গিয়ে বিশ্রাম করুন। তার পর ইন্‌ভারেরিতে আপনি ষাতে তাড়াতাড়ি চ'লে যেতে পারেন, তার ব্যবস্থা ক’রে দেব। সেই সঙ্গে একজন ভদ্রলোককেও আপনার সঙ্গে পাঠাব । যুদ্ধ স্থগিতের সর্ব র্তার কাছে ব’লে দেবেন। অবশু যদি মাকুইস্ সত্য সত্যই সন্ধিস্থাপন করতে চান।" সার ডনকাম্ ক্যাম্বেগ নাথ নাড়িয়া এ প্রস্তাৰে সন্মতি প্রদান করিলেন । মনট্রোজ বলিলেন, “লৰ্ড মেম্টিথ, তুমি অর্ডেনভোর সার ডনকান ক্যাম্বেলের সঙ্গে যাও । এ দিকে আমরা স্থির করি, তার সঙ্গে কে যাবে। ম্যাকঅউলে অনুগ্রহ ক'রে সার ডনকানের পরিচর্ষ্যার সব ব্যবস্থা ক'রে দেবেন।” আলাল ম্যাক অউলে বলিল, “আমি সে ভার নিচ্ছি। আমি সার ডনকামৃকে ভালবাসি । আগে উনি ও আমি একসঙ্গে অনেক যন্ত্রণা কষ্ট ভোগ করেছি। সে কথ! এখনও ভুলিনি " সার ডনকান বলিলেন, “ড মেনটিথ, এমন সাংঘাতিক বিদ্রোঙ্কে আপনিও লিপ্ত আছেন দেখে আমি ভারী দুঃখিত হলুম !" মেনটিথ বলিলেন, “আমার বয়স অল্প হলেও, ভালমন্দের বিচার করবার ক্ষমতা গুয়েছে । বিদ্রোহ ও রাজভকির পার্থক্যও বুঝতে পারি। ভাল কাজ যত শীঘ্র পার! যাধ আরম্ভ করাই উচিত । সে সুযোগ পেয়েছি যখন, তখন কেন করব না ?” আrানের বাহু ধারণ করিয়। সার ডলকান বলিলেন, “আর কুমি, আপনি ম্যাক্ অউলে ; এখন থেকে কি আমরা পরস্পরের শত্রুরূপে গণ্য হব ? আগে কতবার উভয়ের শত্রুর বিরুদ্ধে উভয়েই যুদ্ধ করেছি, এখন কি, পরস্পর শত্ৰুতাচরণ করব ?" তারপর সমবেত সর্দারদিগের দিকে মুখ ফিরাইয়া সার ডল্‌কান বলিলেন, “ভদ্রমহোদয়গণ, বিদায়। আপনাদের মধ্যে অনেকে আছেন, যাদের আমি মঙ্গল কামনা করি। আপনারা কেউ আমার কথায় কাণ দিলেন না, এজন্য অামি অত্যন্ত ব্যথা পেলাম । ভগবান আমাদের মতিগতির বিচার করবেন। আর যারা আমাদের গুহুবিবাদে প্রবৃত্ত করাচ্ছেন, তাদেরও বিচার করবেন /* মনট্রোজ বলিলেন, উপরই সব ভার রৈল " ..." ' . আলান ও লর্ড মেনটশ্বের সঞ্চি সার ডনকান্‌ হলঘর ত্যাগ করিলেন । মনট্রোজ বলিলেন, “প্রকৃত “তথাস্ত,-সেই বিচারকের