পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ লিজেণ্ড অব মনটোজ, প্রকৃষ্ট নীতি হিসাবে বল্পমধারী সেনাদল অনায়াসে যুদ্ধজয় করতে পারবে—* ক্যাপ্টেনের বক্ততায় বাধা পড়িল । অালান ভাড়াতাড়ি বলিয়া উঠিল, “এক জন অপ্রত্যাশিত এবং অবাঞ্ছনীয় আগন্ত্রক হাজির । তার জন্য পথ ক’রে निन ” হলঘরের দরজা সহসা খুলিয়া গেল । এক জন পলিতকেশ, মচার্ধ-পরিচ্ছদ-ভূষিত ব্যক্তি হলঘরে প্রবেশ করিলেন । র্তাঙ্গার ব্যবহারে পদোচিত গাম্ভীর্ষ্য এবং বৈশিষ্ট্য প্রকাশ পাইতেছিল । তাহার চক্ষু দেখিলেষ্ট বুঝা যাইবে যে, তিনি আজীবন আদেশ করিতেই অভ্যস্ত । সমবেত সর্দারবৃন্দের দিকে কঠোর তীক্ষদৃষ্টিতে তিনি চাছিলেন। যাচার উচ্চপদস্থ সর্দার, তাহারা পৃ তেমনই ভাবে দষ্টি ফিরাইয়া দিলেন । কিন্তু নিম্নপদস্থ কয়েক জন সর্দার এমন ভাব প্রকাশ করিলেন, যেন এখানে তাহারা না আসিলেই ভাল করিতেন । আগন্ধক বলিলেন, “এই সভায় ধারা সমবেত হয়েছেন, তাদের নেতা কে * অথবা বিপজ্জনক এবং সম্মানজনক সেই পদে নেতা এখনও কেউ নিৰ্ব্বাচিত হন নি বুঝি ?” সম্মুখে অগ্রসর হইষা মনট্রোজ বলিলেন, “সার ডন্‌কান ক্যাম্বেল, আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারেন ।” উপেক্ষা-মিশ্রিত বিদ্ধপভরা স্বরে বৃদ্ধ ৰলিলেন, “আপনিই নেতা ন কি ?” মনটোজ বলিলেন, “ক্ল্যা, আমি আল মনট্রোজক্ট নেতা । আপনি নিশ্চয় আমাকে চিনতে পেরেছেন ।” সার ডনৃকান ক্যাম্বেল বলিলেন, “এখন চিনতে পারছি –সহিসের ছদ্মবেশে আপনি প্রয়েছেন বলে, চিন্‌ভে বিলম্ব হচ্ছিল আপনার চেযে কোন নীচাঙ্গের লোক এই সব ভ্রান্ত লোককে বিপথে পরিচালিত করতে পারে, এটা না ভাবাই আমার উচিত झिल ” মনট্রোজ বলিলেন, “দেশে গণ্ডগোল বাধিয়েছেন, আপনারই পিতৃবংশ, আমি নই ৷ কিন্তু বৃথা তর্কে প্রয়োজন নেই । আপনার দলের কর্তা, আর্গাইল কি সংবাদ পাঠিয়েছেন, আপনি ভাই বলুন, শোনা যাক্ । আমার ধারণা, তিনিই আপনাকে পাঠিয়েছেন।" সার ডনকা ক্যাম্বেল বলিলেন, “মাকুইস আর্গাইল—স্ফটিশ কমৃভেনসন অব ষ্টেটসের নামেই আমি জানতে চাই, আপনাদের এ বিচিত্র সম্মেলনের S8ර්‍ම উদ্বেগু কি ? যদি দেশের শাস্তির ব্যাঘাত করবার জন্যই এ ব্যবস্থা হয়ে থাকে, তা হ’লে প্রতিবেশী হিসাবে আমাদের সতর্ক হবার জন্যও আপনাদের আগে থেকে সংবাদ দেওয়া কর্তৃব্য ।” সমবেত সদস্তদিগের প্রক্তি ফিরিয়! মনট্রোজ বলিলেন, “স্কটল্যাণ্ডে মৃত্তন ব্যবস্থা ক’তে আরম্ভ হয়েছে দেখা যাচ্ছে । স্কটল্যাণ্ডের সন্ত্রাস্ত ব্যক্তিরা কোন সাধারণ বন্ধুর বাড়ীতে ব’সে কিছু অালোচনা করলেই, দেশের শাসককে তার জন্য জবাবদিহি করতে হবে, কি বিষয়ে আলোচনা হচ্ছে, এ বড় চমৎকার আবদার । অামার মনে হয়, আমাদের পূৰ্ব্ব-পুরুষরা এ রকম সম্মেলন করতেন । কিন্তু তার জন্য ম্যাক ক্যালম মুর বা তার স্থলাভিষিক্ত কারও কাছে সেজন্য জবাবদিহি করতে চ’ত না ।” পশ্চিমাঞ্চলের এক জন সর্দীর বলিলেন, “ষ্ট্য, ८महें ब्रकभ मिनटै ऋफैलाitषुत्र श्रांtश्र क्लिश । श्रांतांब्र সেই দিনই নিশ্চয় ফিরে আসতে হবে ।” সার ডনকান বলিলেন, “ত হ’লে কি আমাকে এই বুঝতে হবে যে, আমারই বিরুদ্ধে এই সব আয়োজন হয়েছে ? অথব। ডারায়মিড জ্ঞাডি, স্কটল্যাণ্ডের সমগ্র শাস্তিপ্রিয় এবং শুখলাবদ্ধ অধিবাসীর সঙ্গে সমদুঃখে আবদ্ধ হবে ?" এক জন ভীষণদর্শন সর্দার তাড়াতাড়ি উঠিয়া দাড়াইয়া বলিলেন, “আমি নাইট আর্ডেনভোরকে একটা প্রশ্ন করতে চাই । আমাদের মধ্যে এলে তিনি ষে আমাদের এ রকম অপমান করছেন কি সাহসে ? তিনি কি একাধিক লোক নিয়ে এই দুর্গে এসেছেন ?” মনট্রোঙ্গ বলিলেন, “ভদ্রমঙ্গোদয়গণ, আপনার শাস্ত হোন, আমি সবিনযে অস্ত্ববোধ জানাচ্ছি, আপনাবা ধৈর্য্য ধারণ করুন । সিনি দুল হয়ে আসেন, তার স্বাধীনভাবে কথা বলবার অধিকার অাছে । সার ডনকান যখন জানবার জন্যই ক্ষেদ পরেছেন, ওখন তাঁকে জানাঙ্কে আমার কোন বাধা নেই । তিনি জেনে রাখুন যে, বাজার অল্পরাগী সর্দারের সভায় তিনি এসেছেন । আমি রাজার আদেশে এদের নেতৃত্ব করবার অধিকাব পেয়েছি ।” সাব ডনকান ক্যাম্বেল বলিগেন, তা হ’লে আমাদের ঘরোয় যুদ্ধই আরম্ভ হবার সব যোগাড় হয়েছে বলুন ? আমি অনেক দিন যুদ্ধ করে মাথার চুল পাকিয়ে ফেলেছি। কাজেই আমাকে খুব উৎকণ্ঠিত হতে হচ্ছে । এ ব্যাপারে লর্ড মনট্রোজ তার নিজের গুরাকাজকাটা কম ক'রে করলেই ভাল