পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 & অামি পালন করেছি। ফিরে এসে আপনি তাকে দেখে খুলীই হবেন ।” মসগ্রেভ বলিলেন, “ভদ্রলোক যদি ঘোড়াটাকে বেচতে চান, আমি অনেক দাম দিতে রাজি श्रांहि * ডেলগেটি বলিল, “আপনাদের কথা আমি বুঝতে পেরেছি। আমি যেখানে যাচ্ছি, সেখান থেকে মাথা নিয়ে যদি ফিরে আসতে ন পারি, তা হ'লে আমার স্মৃতিচিহ্নস্বরূপ ঘোড়াটাকে আপনারা রাখতে চান। অবশু আমাদের গুহকৰ্ত্ত ও মাইলস মসগ্রেভের মত এক জন রাজভক্ত ও মহৎ হৃদয় সমরবিশারদ যে আমার অশ্বের অছি থাকবেন, এজন্য আমার কম चांनम झ८ष्क् नः * উভয়েই তাড়াতাড়ি বুঝাইতে গেলেন যে, তাছাদের মনে ঐরুপ কোন অভিপ্রায় নাই। শুধু পাৰ্ব্বত্য প্রদেশের বন্ধুর এবং দুর্গম পথের জন্যই তাহার বলিতেছিলেন । কিন্তু ক্যাপ্টেন ডলগেটি কিছুতেই নিজের জিদ তাগ করিল না। দে বলিল, “বন্ধুগণ, আমার এ ঘোড় কষ্ট সঙ্গ করতে অভ্যস্ত এর আগেও অনেক দুর্গম পাৰ্ব্ব গ্র্যপথ সে অতিক্রম করেছে । ত: ছাড়া চেয়ে দেখুন, সার ডনকাম্ ক্যাম্বেলের ঘোড়া কেমন মুস্ত ও সুন্দর। পাৰ্ব্বত্যপথে তার কোন কষ্ট হয়েছে ব’লে মনে হয় না । তা ছাড়া আপনাদের জানিয়ে রাখছি, আমি যদি খেতে পাই, ভবে আমার ঘোড়াও না খেতে পেয়ে মরবে না ।" এই কথার পর একটি আধারে দান বোঝাই করিয়া লইয়া ভুেলগেটি ঘোড়ার কাছে গেল । অশ্ব তাহাকে দেখিয়া আমন প্রকাশ করিতে লাগিল । ডেলগেটি উভয় বন্ধুকে অভিবাদন জানাইয়া চলিয়া গেল । উভয়ে পরম্পরের দিকে খানিক চাহিয়া থাকিয়া উচ্চরবে হাসিয়া উঠিলেন । মস্গ্রেভ বলিলেন, “এই লোকট। পৰ্য্যটনের জন্ত জন্মেছে ৷” ম্যাক্ অউলে বলিলেন, “আমারও তাই মনে হয় । ও যেমন অনায়াসে আমাদের স্থাত এড়িয়ে গেল, সেই রকম যদি মাককলম মুরের হাত থেকে নিস্কৃতি পায়, তবেই বুঝব, সে কথা ঠিক " ইংরেজ ভদ্রলোক বলিলেন, “আপনি কি মনে করেন যে, মাকুইস ক্যাপ্টেনের দেহের উপর হস্তক্ষেপ করবেন ? সভ্য জগতের রণনীতির মৰ্য্যাদা রক্ষা করবেন না ?” আম্বস ম্যাক অউলে বলিলেন, “নিম্ন ভূমির পৃথিবী সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী ঘোষণা যেমন আমার কাছে অকিঞ্চিৎকর, ' ' মাকু ইসের কাছেও সভ্য জগতের রণনীতি আইন সেই রকম উপেক্ষণীয়। কিন্তু আর না, চলুন, অতিথিদের কাছে এখন ফিরে যাওয়া উচিত ।” নবম | --In a rebellion, When what's not meet, but what must be, was law, Then were they chosen ; in a hetterhour, Let what is meet he said it must be meet, And throw their power i' the dust. Coriolanus, সমাগত অতিথিদিগের সান্নিধ্য হইতে বহুদূরে একটি ক্ষুদ্র প্রকোষ্ঠমধ্যে সার ডনকাস্ ক্যাম্বেলকে লইয়। যাওয়৷ ইয়াছিল : মেনটিথ ও আলান তাহার কাছে বসিয়া মানাবিধ আহাৰ্য্যের দ্বারা অতিথি-সৎকার করিতেছিলেন । মালানের সঙ্গিত সার ডনকান্‌ শিক্ষার সম্বন্ধে আলোচনা করিতেছিলেন । সেই সময়ে উভয়ের অন্ধকার রাজ্যের সস্তানগণের সহিত র্তাহাদের সংঘর্ষ হইয়াছিল । উচ্চাদের সহিত সার ডনকান ও অালানের ভীষণ শত্রু তা ছিল । সার ডনকান অবশেষে বৰ্ত্তমান ব্যাপার লইয়। আলোচনা আরম্ভ করিলেন । তিনি বলিতেছিলেন যে, বন্ধুজন ও প্রতিবেশীদিগের মধ্যে গৃহবিবাদ আরম্ভ হইয়াছে দেখিয় তিনি বড়ই বেদনাবোধ করিতেছেন । পাৰ্ব্বত্য সর্দারদিগের কি আসিয়া যায়, এই ব্যাপারে রাজা বা পালামেণ্ট কে জয়লাভ করিয়া প্রবল হইবে ? তাহার নিজেদের ব্যাপার আপনার মধ্যে স্থির করিয়া লইতেই ত পারেন । এ বিষয়ে পাৰ্ব্বত্য সর্দারদিগের মাথা দিবার প্রয়োজন কোথায় ? রাজার হাতে স্বৈর ক্ষমতা অর্পণ করিবার জন্ত সর্দাররা নিজেদের মধ্যে বিবাদ বাধাইয়া রক্তস্রোত কেন প্রবাহিত করিবেন ? আলানকে বিশেষভাবে লক্ষ্য করিয়াই ডনকানু ঐ ভাবের কথার অবতারণা করিলেন। আলান বলিল, “আমার দাদা, আমার পিতৃবংশের যিনি জ্যেষ্ঠ সন্তান, র্তার কাছেই আর্ডেনভরএর নাইট্র এ সকল আপত্তি জানলেই ভাল হয়। অবগু আমি আল্পসের ভাই বটে, কিন্তু আমি তার } ,