পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ লিজেণ্ড অব মন্‌ট্রোজ, জ্ঞাতি, স্বতরাং দাদার আদেশ অনুসারে কাজ করাই আমার কর্তব্য—অস্তকে ও সেই দৃষ্টান্ত দেখাতে চাই ।” বাধা দিয়া লর্ড মেনটিথ বলিলেন, “সার ডনৃকান্‌ ক্যাম্বেল স্বভাবছেন, তার চেয়েও কারণটা ব্যাপক । প্রশ্ন এই ষে, যার। আমাদের সমকক্ষ, তাদের হাতে সীমাহীন ক্ষমতা অর্পণ ক’রে আমর। শাসিত হব, না, যিনি স্বাভাবিকভাবে আমাদের রঞ্জা, তার বিপক্ষে যারা বিদ্রোহ করেছে, তাদের বিরুদ্ধে দাড়াব ? যার ডমৃকান্‌ আমাকে ক্ষমা করবেন, আমি স্পষ্টভাবেই বলছি, আমাদেরই মত এক জন সমস্ত শাসনক্ষমতা বলপূৰ্ব্বক অপহরণ ক’রে আমাদের স্বাধীনতার উপর জবরদংি করবেন, এটা আমর। প্রার্থনায়ু মনে করিনে সার ডমৃকান ক্যাম্বেল বলিলেন, “আপনার কথার আমি উত্তর দেব ন! । কারণ, আপনার গোড়ামি কোথায় ৪ কিসের জ%, তা জানা আছে । আপনি অন্তের মতবাদেরই প্রতিধ্বনি করছেন । তবু আপনি আমীয় ক্ষম{ করবেন, গর্ত মেনটিথ—গ্রাহামংশের প্রতিযোণী বংশের প্রধান হিসাবে আমি আল মেনটিথের মনোবৃত্ত্বি ও পদমর্য্যাদার গৌরব’ কি, ত৷ জানি, তারা অন্যের প্রদত্ত শিক্ষা দ্বার। প্লাজনীতিবিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে চান না, বরং স্কুণাই করেন । র্তাদের কেউ আর্ল মমট্রোজের দ্বারা পরিচালিত হবেন, এটা ও তাদের স্বভাব-বিরুদ্ধ * লর্ড মেনটিথ স্পষ্টভাবে বলিলেন, “সার ডনৃকান, আপনি বার্থ চেষ্টা করবেন না—আমার সুনিশ্চি ৩ অভিমতের বিরুদ্ধে আমার গব্বকে, অহঙ্কারকে জাগিয়ে তুলবার চেষ্টা ক'রে কোন ফল পাবেন ন · রাজা আমার পূর্বপুরুষগণকে উপাধি ও পদমৰ্য্যাদা দিয়ে গিয়েছিলেন ; তার জন্য রাজার কাজে কোন দিনই আমাকে অনবহিত করবে না। আমি জানি, ধিনি সেই পরিচালনার নেতৃত্বভার পেয়েছেন, তিনি আমার চেয়ে বহুগুণে শ্রেষ্ঠ, সুতরাং তার অধীনতায় কাজ করতে কুষ্ঠিত হবার কোন কারণ আমার নেই । তা ছাড়া অতি-ঘৃণিত ঈর্ষ-প্রণোদিত হয়ে আমার সাহস, বীর্য্য ও তরবারি এমন মহং সেনাপতির আদেশে পরিচালিত করব না, এমন মনোবৃত্তি আমার নেই।”

  • বড়ই দুঃখের বিষয়, ওঁর গুণগ্রামে আপনি আরও বিশেষণ প্রয়োগ করতে পারছেন না ; কিন্তু এ বিষয় নিয়ে আপনার সঙ্গে তর্ক করবার ইচ্ছে আমার নেই। . পাশার, দান পড়ে গেছে। শুধু আমাকে এই কথা বলুতে দিন যে, আজল ও

እ8ማ আপনার প্রভাবে আমার সাহসী বন্ধু অালান র্তার পিতৃ-বন্ধুর বিরুদ্ধে অস্ত্ৰধারণ করেছেন, এটাই দুঃখের বিষয় ” সার ডনকাস্ আরও কিছু বলিতে যাইতেছিলেন, এমন সময় দরজা খুলিয়া গেল। এনট লাইলী তাহার বীণাসহ সেই কক্ষে প্রবেশ করিল। কাজেই সে আলোচনা চাপ পড়িয় শস । যুবতীর চলনভঙ্গীতে পাৰ্ব্বত কুমারীর সহজ সরলভাব ছিল । চিরদিন লর্ড মেনটথ ও ম্যাক অউলে পরিবারের সহিত চলা-ফেরা করিমু নারীজমমুলভ-সলন্ধভাবভঙ্গী তাছাত্তে ছিল ন! · নীলবসন। সুন্দরীর পরিচ্ছদে আড়ম্বরের অভাৰ ছিল না । তাহার গলদেশে প্রাচীন যুগের একটি রৌপ্য-ইরে ছিল । পৰ্যাপ্ত কেশভার তাহার আমনের চারিপাশ্বে ছড়াইগী পড়িয় তাহার হাম্বোঞ্চল নয়নের দৃষ্টিকে ঈষং আবৃত করিয়াছিল । সে সহজভাবে জিজ্ঞাসা করিল যে, গুহকৰ্ত্তার আPেশে ৭ে গান শুণাইt আসিয়াছে । উহ। তাহারা শুনিবেন কি না ? সরে দুস্কান অতিমাত্র বিস্ময়ের সহিত এই ত্রুণীর দিকে চাহিয়া রহিলেন আলানকে তিনি অস্ফুর্টস্বরে জিজ্ঞাসা করলেন, “এমন চমৎকার সুনরী কল্প কি তোমার দাদার বন্ধনভূক্ত গায়িক। " আলান তাড়াতাড়ি বলিল, “না, না । উনি আমাদের পরিবারের ঘনিষ্ঠ খ্ৰীয়া । এ বাড়ীতে উনি পালক কস্তার অাদরে প্রতিপালিত ।” বলিতে বলিতে বিশেষ শিষ্টতার সঠিত সে লাইলীর জন্ত আসন ছাড়িয়া দিল । ইহাতে সার ডনকান বুঝিলেন যে, প্রকৃতই এই কষ্ট। ভদ্রবংশজাত । সার ডনকানু তখন এমট লাইলীর উপর দৃষ্টি সমৃদ্ধ করিয়ু রাখিয়াছিলেন । অত্যস্ত আগ্রহভরে তিনি এই তরুণীকে লক্ষ্য করিতেছিলেন । লাইলী সে দৃষ্টি লক্ষ্য করিণ। তার পর বিশেষ ইতস্ততঃ করিয়া আলান মেমটিখের দিকে চাহিঃ তষ্ঠাদের ইঞ্জিতক্রমে বীণার সুরে গাম গাণ্ঠিৰে সুরু করিল। গানের বিষয় পিতৃমাতৃচীন বালিক । শীতকালে নবেম্বর মাসে স্থৰ্য্যালোক যখন আকাশের মেঘমালাকে পরাইয়া দিয়া ধূসরবর্ণ দুর্গের উপর ঝলসিয়া উঠিল, তখন লেউ এ্যানূ টুর্গ হইতে তাড়াতাড়ি বাহিরে আসিলেন । শুকবৃক্ষের তলদেশে পিতৃমাতৃহীন। বালিকা বসিয়াছিল । তাহার পদযুগল নগ্ন, বাহু৪ নগ্ন । তখনও তুষার গলিবা যায় নাই