পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ লিজেও অব মনট্রোজ, নবৃত্ত করা সঙ্গত হইবে না। কারণ, তাহার দাঁত্যের ফলে রাজপক্ষের অনেক সুবিধ ঘটিলার সম্ভাবনা । এখন তাহার লাভ আলানকে এ সকল বিষয়ের কিছুই জানান উচিত হুইবে না । অথবা এ ব্যাপার লইয়া আত্ম কলহ যাহাতে না ঘটে, শাহার ব্যবস্থাও করিতে হইবে । আশ্বস্ ক্ষুঃস্বরে বলিলেন যে, তিনি ঝগড়াপিবাদের পক্ষপাতী নহেন । বরং তিনি শাস্তিরই হামুরাগী। অালানকে এসকল সংবাদ না জানাইলেও থষ্ঠ উপায়ে সে সবই জানিতে পরিবে । সুতরাং স অপ্র হ্যাশিতভাবে এখানে যদি ফিরির আসে, 9}হাতে তিনি আদে বিস্মিত হইবেন না । মনট্রোজ তাহার কাছে এই প্রতিশ্রুতি লক্টলেন ঘ, তিনি তালানকে কোন সংবাদষ্ট দিবেন ম{ । আঙ্গস গুদিকে লোক ভাল। শুধু আত্মসন্মানে শাঘাত লাগিলে তিনি বিগড়াইয়া যান । যাহা গুটিক, মনট্রোজ এ বিষয়ে স্থাসাধ্য ব্যবস্থা করিয়; অন্য 4]াপারে মনঃসংযোগ করিলেন । বিবাহ ব্যাপারে মেজর ডেলগেটকে মনট্রোজ নিমন্ত্ৰণ করিলেন । সার ডুগাল্ড সমস্ত ব্যাপার জানে পলিয়। তাঁহাকে বয়ের সাহচর্য্য করিলার জন্ত মনট্রোজ ৭:লসেন । কিন্তু ডেলগেটি ইতস্তম্ভ করিতে লাগিল । ডেলগেটি অতঃপর বরের কক্ষে প্রবেশ করিল। }ম্ভীর মুখে সে লর্ড মেমটিথো এষ্ট শুভপরিণয় *াপারে শুভেচ্ছা জ্ঞাপন কgিল । ভার পর বলিল য, কিন্তু ভাস্থার অদৃষ্টে এ ব্যাপার প্রত্যক্ষ করিবার ং নেক বিঘ্ন আছে ; ডেলগেটি বলি ল, “সোজা কথ! এই যে, শুভ উৎসবের উপযোগ বশভুষ। আমার নেই " মেলটথের মনে তখন আনন্দের জোখার হিতেছিল । তিনি বণিলেন যে, ঘরের মেঝেঙে একট। পোষাক আছে, সেটা ডেলগেট ব্যবহার করিতে পারে । তিনি নিজেই উহ! বরবেশের জন্য ব্যবহার করিবেন ভাবিয়াছিলেন । ডেলগেটি প্রস্তাব করিল যে, সামরিক পরিচ্ছদে লর্ড মেনটিথ যেন বিবাহ করেন । পৃষ্ঠ ও বক্ষোদেশে বৰ্ম্ম বধিয়া অনেক রাজপুত্র বিবfং করিয়াছেন, ইহ। সে প্রত্যক্ষ করিয়াছে । আল মেনর্টিথ তাহার প্রস্তাবে খুশী হইলেন । তিনি তাহার উপদেশ অধুসারে ভিওরে বম্ম ধারণ করিয়৷ তাহার উপরে মখমলের অঙ্গরাখা ধারণ করিলেন । সবই প্রস্তুও হইল - দেশীয় রীতি-নীতি অনুসারে বিবাহের পূৰ্ব্বে পাজপুত্রীর দেখাসাক্ষাৎ নিষিদ্ধ। ৩যু-২৫ ఫిలి ধৰ্ম্মমন্দিরে গিয়া উভয়ে মিলিত হইবেন স্থির হইল । নির্দিষ্ট সময়ে লর্ড মেনটথ ধৰ্ম্মমন্দিরের একটি ক্ষুদ্র কক্ষে গমন করিলেন । মনট্রোজ নিদ বরের কাজ করিবেন বলিয়া স্থির হইয়াছিল । সেই কক্ষে মনট্রোজের প্রতীক্ষায় মেনটিপ বসিয় রছিলেন । এমন সময় দরজা খুলিয়া গেল, মেনটৰ্থ সেদিকে ন চাহিয়াই বলিয়া উঠিলেন, “আপনার বড় দেরী হয়ে গেছে ।” কক্ষমধ্যে সবেগে প্রবেশ" করিয়া আলান বলিয়া উঠিল,"আমি আগেই এসে পড়েছি। মেনটিপ, তরবারি নেও, আত্মপক্ষ কর । না হ’লে কুকুরের মত মর।” তাহার আকস্মিক আবির্ভাবে মেনৰ্টিখ সবিস্ময়ে বলিলেন, “অলান, তুমি কি পাগল হয়েছ ?” আলানের অক্ষি-গোলক তখন যেন ঠিকরাইয়া বাহিরে অসিতে চাহিতেছিল, তাহার ব্যবহারে যেন দানবতা জাগিয়া উঠি ছিল । উত্তরে আলাম খলিল,“বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী ! তোমার সব মিথ্যে—তোমার জীবনটাই মিথ্যায় ভরা ! মেমটিথ সক্রোপে বলিলেন, “তোমাকে ধখন পাগল ব'লে উল্লেখ করলাম, তখন কি আমার মনের ভাব প্রকাশ ক'রে বলিনি ? তোমার জীবন ত সংক্ষিপ্ত । তবে তোমাকে প্রতারণা করেছি ব'লে কেন দোষ দিচ্ছ ?" আলান বলিল, “তুমি আমাধু বলেছিলে যে, তুমি এনট লাইলীকে বিয়ে করলে ন! ! মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক !—এখন সে তোমার প্রতীক্ষায় বেদীর কাছে দাড়িয়ে আছে ” বিদণ ভর স্বৰে মেনটি বলিলেন, “তুমিই বরং মিথে কথা বলছ । আমি তোমাকে বলেছিলুম, এনটের জন্ম রং ধারত ব'লে তার সঙ্গে আমার মিলন হ’তে পাবে না ; কিন্তু সে বাধা এখন নেই | সুতরাং তোমার হাতে তাকে ছেড়ে দেব কেন ?” ম্যাক অউপে বলিল, “তা হ’লে তলোয়ার খোল । এখম তোমার মতলব বুঝতে পেরেছি ” - মেনটিথ বললেন, “এখন নয় । আলান, তুমি অামাকে ভাল করেই চেন—কাল পর্য্যস্ত অপেক্ষা কর । প্রাণ ভরে তুমি যুদ্ধ করতে পাবে।” ম্যাক অউলে বলিল, “এখুনি—এই মুহূৰ্ত্তে—এর পর নয় । এর পর ষে তুমি জয় ঘোষণা ক’রে বেড়াবে, তা হবে না । মেনটিথ, তুমি আমার আত্মীয়, দুজনে একসঙ্গে অনেক লড়াই করেছি । তাই অনুরোধ করছি, তলোয়ার খোল—নিজেকে রক্ষা কর।” বলিতে বলিতে সে অালের স্থাত চাপিয়া ধরিল এবং এত জোর দিতে লাগিল যে, ক্ষভমুখে রক্ত