পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిసిఫి সহিত এনটের বিবাহে । আর্গাইল অবগু এরূপ বিবাহে ঘোর আপত্তি তুলিতে পারেন। কিন্তু কন্যার মুখই তাহার প্রথম কাম্য। বিশেষতঃ মেনটিথের স্বভাবচরিত্র চমৎকার, আবস্তাও উত্তম । এরূপ জামাত বিশেষভাবে প্রার্থনীয় । রাষ্ট্রনীতিক মতবাদ পরস্পরের বিরুদ্ধ ছুইলেও, বিবাহে তাহা প্রতিবন্ধক স্বরূপ গণ্য হইতে পারে না । কস্তার প্রকৃত পরিচয় অজ্ঞাত থাকা সত্ত্বেও মেনটিথ লাষ্টলীর প্রণয়াসক্ত হইয়াছিলেন, এ কথাটা মনে হইবামাত্র মেনর্টিপের উপর তাহার শ্রদ্ধা আরও বাড়িল । সার ডনকান বিবাহে অনুমতি দিলেন । গোপনে মনট্রোজের অধিকৃত ধৰ্ম্মমন্দিরে বিবাহ সম্পন্ন করিবার জন্য তিনি আদেশ দিলেন । স্থির হুইল, বিবাঙ্কের পরেই মেমটিথ পত্নীসহ সার ডনকানের দুর্গে যাইবেন ও সেখানে অবস্থান করিবেন । সার ডনকান বিবাহে বিলধ করা সঙ্গত মনে করিলেন না । পরদিবস সন্ধ্যায় বিবাহের দিন নির্দিষ্ট গুইল । ত্রয়োবিংশ পরিচেছদ My maid—nıy blue-eyed maid, he hore away, Due to the toils of many a bloody day. Iliad. এনট লাইলার প্রতিপালক আঙ্গস ম্যাক অট্টলেকে সব বৃত্তাস্ত জানান অবিখ্যক মনে করিয়া মনট্রোজ স্বয়ং তাহাকে সকল কপী জ্ঞাপন করিলেন । তিনি বলিলেন যে, এনট লাইলী তাহার পিতার অগাধ সম্পত্তির মালিক হইয়া নিশ্চয় রাজপক্ষভুক্ত কাহারও সংশ্মিণী হইবে । আঙ্গস বলিলেন, “আমার ভাই ৰদি তাকে বিয়ে করতে চায়ু ত’ আমার তাতে আপত্তি হবে না । এনট তা হ'লে চিরদিন আলানকে সুখী করতে পারবে । তার যে ফিটের পীড়া হয়, ও অার হবে না।” মনট্রোজ তাড়াতাড়ি তাহাকে আকাশে দুর্গ নিৰ্ম্মাণ করিবার কল্পনা হক্টতে নিঃস্ত করিলেন । ভিনি জানাইমৃt দিলেন যে, সুন্দরীর পতি-নিব্বাচন হইয়া গিয়াছে । সার ডনকান্‌ নিৰ্ব্বাচিত পাত্রে কন্যা সম্প্রদান করিতে সন্মত হইয়াছেন । আল মেণটিথের সহিত এনট লাইলীর বিবাহ স্থির হইয়া গিয়াছে । আঙ্গল চিরদিন লাইলীকে রক্ষণাবেক্ষণ করিয়া আসিয়াছেন—তাহার বিবাহে ৪ তিনি সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী যাহাতে উপস্থিত থাকেন, মনট্রোজ সেই প্রস্তাব করিলেন । এই সংবাদে স্বাঙ্গস অত্যন্ত গম্ভীর হইলেন । র্তাহার ভ্রাতাকে প্রত্যাখ্যান করা হইয়াছে, ইহাতে যেন তিনি অত্যন্ত মৰ্ম্মাহত হইয়া পড়িলেন । তিনি বলিলেন যে, এত দিন এনট লাইলী র্তাঙ্গাদের গৃহে প্রতিপালিত হইয়া আসিয়াছে। সে জন্য ভাস্থার উপর তাহদের দাবী ছিল। শুধু বিবাহের নিমন্ত্রণে যোগদান করার ব্যবস্থাই যথেষ্ট নহে । পূৰ্ব্ব হইতে তাছার সহিত এ বিষয়ে পরামর্শ করিয়া তবে ব্যবস্থ হওয়া উচিত ছিল। অংগু মেনটিথ ভাল লোক, তাহার সহিত এনটের বিবাহ ইষ্টতেছে, সে ভাল কথা । তবে ব্যাপারটা খুব তাড়াতাড়ি করা হইয়াছে, এ অভিযোগ তিনি করিতে বাধ্য ; আলান এই তরুণীর প্রতি আকৃষ্ট, তাহার ভাল-মনের দিকে আলানের সতর্ক দৃষ্টি ছিল । সুতরাং এ বিষয়ে তাহার অভিমত না লষ্টয়াই ব্যবস্ত করা অকৃতজ্ঞতারই নামাস্তরমাত্র। মনটোজ বুঝিলেন সবই । তিনি আঙ্গসকে জানাইলেন ষে, ভাবভিশষে অভিভূত না হইয়া তিনি যেন যুক্তির দিক দিয়া ব্যাপারটি বুঝিয়। দেখেন । মালানের মধ্যে অনেক সদগুণ আছে সত্য, কিন্তু সার ডনকানের একমাত্র সস্তানকে তাহার হাতে সমর্পণ করা কৃত দূর সম্ভবপর, তাহা ও বিবেচনা করিয়া দেখা উচিত । আলানের ব্যাধির কথা ভুলিয়া গেলে ও চলিবে না : যখন সে ব্যাধি দ্বারা আক্রাস্ত হয়, তখন কেহই আলানের কাছে যাইতে সাহস করে না । আঙ্গস ম্যাক অটলে বলিলেন, “হুজুর, আমার ভাইয়ের দোষও আছে, গুণও আছে ; তপে এ কথা সত্য, আপনার সেনাদলে ভার মত দুৰ্জ্জয় সাহস ও বীরত্ব দেখাষ্টতে কে পারিয়াছে ? সুতরাং তার মুখস্বাচ্চন্দ্যের দিকে হুজুর এতটুকু দৃষ্টি দিলেন না, এট। পরিভাপের বিষয় । বিশেষত: এনট লাইলীর ষা কিছু প্রাপ্য ঘটিল, ও আলানের কাছে আশ্রঃলাভের জন্যই হয়েছে । সে একবারও তার কথা ভেবে দেখলে না ?” মনট্রোজ ব্যাপারট। অন্য দিক দিয়া বুঝাইবার চেষ্টা করিলেন, কিন্তু আঙ্গস তাছা বুঝিতে চাহিলেন না । উপায়াস্তর না দেখিয়া তিনি তখন র্তাহাকে সম্ভক করিয়া দিয়া বলিলেন যে, রাজপক্ষের কাৰ্য্যে তাহার এইরূপ মনোবৃত্তির ফলে নানাপ্রকার বিঘ্ন ঘটিতে পারে । আগানকে এখন যে রাজকাৰ্য্যে পাঠান হইয়াছে, তাছা হক্টতে তাহাকে