পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\o Հ o "এখান নিয়ে তুমি তাড়াতাড়ি চলে যাও । জবাব আমি চাই । খুব তাড়াতাড়ি চলে যাবে।” সে চলিয় গেল । সে কাহার কাছে গেল, সে সম্বন্ধে পাঠকবর্গকে বলা দরকার । মি: ওল্ডবক আশপাশের ভদ্রলোকদিগের সহিত তেমন মিশিতেন না, এ কণা পূর্বেই বলা হইয়াছে । তনি শুধু এক জনের সহিত মিশিতেন । এই ভদ্রলোকের নাম সার আর্থার ওয়ারভুর। ইঙ্গার প্রচুর জমিদারী ছিল বটে, কিন্তু দায়মুক্ত নহে । র্তাহার পিত। সার এন্থনি জ্যাকে বাইট মতাবলম্বী ছিলেন । বাক্যে যত দূর সম্ভব, তিনি স্বপক্ষকে তন্ত দূর সাহায্য করতেন । কোনও ধরা-বাধার ভতর তিনি যাইতেন না। কিন্তু ১৭৪৫ খৃষ্টাব্দে এক দল হাইল্যাণ্ড সৈন্য যখন দেখ। দিল, তখন তাহার উৎসাহ-বহ্নি মান হুইয়। আসিল, কথাও সংঘ ত হইল । কিন্তু সেই সময়ই বাক্যবাগীশ হওয়ার প্রয়োজন ছিল । স্কটল্যাণ্ডের তরফে চার্লস ফ্রাটের পক্ষে যুদ্ধ করিবার কথা তিনি মুখে খুব জোর গলায় বলিতেন বটে, কিন্তু প্রকৃতপ্রস্তাবে রণক্ষেত্রে গমন করা তিনি নিরাপদ মনে করিতেন ন! । সার এন্থনি যখন গাঢ় অভিনিবেশ সহকারে স্ন রাপান ও কথার তুলড়ি চালাইতেছিলেন, সেই সময় দেয়ারপোটের শাসক ( বর্তমান প্রত্নতাত্ত্বিকের পিান্ত। ) এক দল অস্ত্রধারী লোকসঙ্গ সবি এন্থলির দুর্গ এবং দুর্গস্বামীকে রাজ। দ্বিতীয় জর্জের নামে গ্রেপ্তার করেন । পরে সার এগুনি সপুত্ৰ লণ্ডনের দুর্গে প্রেরিত চন। বৰ্ত্তমান ব্যারনেট সার আর্থার তখন নবীন যুবক মাত্র । পিতা ও পুত্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা বা ষড়যন্ত্রের কোন ও প্রমাণ পাওয়া যায় নাই । সুতরাং তাঙ্গর মুক্তিলাভ করেন এবং নিজ দুর্গে প্রভাবশুন করেণ । দেশের রাজার জন্য কি গুঃখ বরণ করিতে হইয়াছিল, সে কথ। বর্ণনা করিয়া সার এন্থনি আত্মপ্রসাদ লাভ করিতেন—সঙ্গে সঙ্গে প্রচুর সুরাপানও চলিত । পিতার মৃত্যুর পর সার আর্থার ও পিতৃপদ।ঙ্ক অনুসরণ করি যা চলিতেন । স্কটল্যাণ্ডের প্রকৃত প্লাজ যাঙ্গান্তে রাজ্য লাভ করেন, সেজন্য প্রার্থন চলিত, সিংহাসনে ধিনি বলপূৰ্ব্বক অধিষ্ঠি গু হইয়াছেন, তাহার পতন-কামনাও বাদ থাইত না । কিন্তু ঐ পর্য্যস্ত । মুখের কথা ছাড়া বেশ দূর তিনি অগ্রসর হওয়া নিরাপদ মনে করিতেন ন! । ষ্টয়ার্টবংশের শেষ বংশধরের বিলোপের পরও সার ওয়ান্টার স্বটের গ্রন্থাবলী o, সার আর্থার সেই বংশের কল্যাণকামনায় প্রার্থন করিতেন । তিনি ভাবিতেন, ঠুয়ার্টবংশ এখনও জীবিত । অন্যান্য ব্যাপারে তিনি রাজা তৃতীয় জর্জের অনুরক্ত ভক্ত প্রজা ছিলেন । সার আর্থার ওয়ারভুর মাছ ধরিয়া, অরণ্যে শিকার করিয়া গতানুগতিক জীবন ষাপন করিতেন । মাঝে মাঝে ভোজ দিতেন এবং ভোজে ও নিমন্ত্রিত হইতেন ! এ সকল কার্য ছাড়া, ঘোড়দৌড়, পল্লীসমিভির অধিবেশন প্রভৃতিতে যোগদান করাও তাহার বাদ পড়িত না । বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি আর শিকার প্রভৃতি ব্যাপারে যোগ দিতেন না । স্কটল্যাণ্ডের ইতিহাস পাঠেষ্ট তাতার অধিকাংশ সময় ব্যয়িত হইত। ওল্ডবকের সঙ্গে তাহার বন্ধুত্ব ছিল এবং তাহার ন্যায় তিনি ৪ এক জন প্রত্নতাত্ত্বিক ছিলেন । তবে উভয়ের মধ্যে মাঝে মাঝে মতানৈক ঘটিত । তাহার মানে উভয়ের মনের তার বেস্বরে বাজিয়া উঠিত । সার আর্থার প্রত্নতাত্ত্বিক হিসাবে সবই বিশ্বাস করিতেন ; কিন্তু ওল্ডবক্স শোন! কথা কিম্বদন্তী প্রভৃতির উপর ততটা বিশ্বাস গুস্ত করিভেম না । ওল্ডবক গোড়া প্রেসবিটারীয় ছিলেন । সার আর্থাব উহার বিপরীত । উভযে রাজার প্রঙি ভক্তিমান ও বিশ্বাসী ছিলেন । এই ব্যাপারেই দুষ্ট জনের মতের মিল ছিল । সার আগার অভিজাত BBBBS BBBS BBB BBS BBB S DDD ওলন্ডবকের সহিত ত{হাব বিরোধ বাধিক ; তবে সার অর্থরের কণ্ঠ মিস্ ইসাবেলাল মধ্যস্ততায় উভয়ের মনোমাণিষ্ঠ চরম সীমায়ু উঠিতে পারিত ন। তরুণী জানিতেন, ওল্ডবক তাঙ্গার পিতার ७ीकमॉख यांनन?{१5द्र । উভয়ের মধ্যে আর একটা সম্বন্ধ বিদ্যমান ছিল । তাতার ফলে উভয়ের মধ্যে মনোমালিন্ত ঘটলেও বেশীক্ষণ স্থান পাইত না । সার আর্থার সব্বদাই ঋণ করিবার পক্ষপাতী ছিলেন । ওল্ডবক্‌ সহসা টাকা ধাব দিতে চাহিভেন না । যখন টাক। ধার দিতেন, নিদিষ্ট সময়ে তাহী পরিশোধের জন্য পীড়াপীড়ি করিতেন । সার আর্থার সকল সময়ে তাহাতে রাজি, হইতেন না। এই ব্যাপার লইয়া উভয়ের মধ্যে মনোমালিন্ত দেখা দিত । তবে সে বিবাদ মিটয়া যাইত। পরম্পর পরস্পরকে মোটের উপর মানাষ্টয়া লইয়া চলিতেন। দুইটি সারমেয় একত্র সৰ্ব্বদা থাকিলে যেমন মাঝে মাঝে পরস্পরের প্রতি দংষ্ট্রাৰিকাশ করিয়া গৰ্জ্জন করে, আবার উভয়ের