পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি এণ্টিকোয়ারি বা প্রত্নতাত্ত্বিক সঙ্গে সঙ্গে তিনি তাঙ্কার মাতার বিচিত্র এবং শোচনীয় মৃত্যুর কাহিনী বিবৃত করিলেন । প্রত্নতাত্ত্বিক বলিলেন, “তোমার খুড়ো এই কথাটাই প্রচার করতে চেয়েছিলেন বলে আমার নিশ্চিত ধারণা যে, অপ্রীতিকর বিয়ের ফল যে শিশু, সে আর বেঁচে নেই। সম্ভবতঃ তার দাদার মৃত্যুর পর সম্পত্তির অধিকারী হতে পারবেন ব’লে তার লোভs ছিল । সে সময় তিনি মূৰ্ত্তিবাজ যুবক । তবে তোমাকে মেরে ফেলবার ইচ্ছা তার ছিল না। এল্স্ পেথ যে সন্দেহ করছিল,ত মিথ্যা ; টেরেস ও ভোমার কাহিনী থেকে পূরে মাত্রায় তা বোঝা যায় । সুতরাং ও সম্বন্ধে তাকে মোটেই অপরাধী করা যায় না। এখন, চল, পিতার সঙ্গে পুত্রের পরিচয় করিয়ে cझझे (* এই মিলন-দুষ্ঠের বণনার কোন চেষ্টা আমরা করিব না । উভয় পক্ষের সম্পূর্ণ প্রমাণ সংগৃহীত হইয়াছিল : মি: নেভেলি ঠান্থর বিশ্বস্ত সদার খানসামার কাছে তাহার ক্লন্ত কার্যের পূর্ণ বিবরণ লিখিম। শালীমোহর করিয়া রাখিয়া দিয়|ছিলেন । বুদ্ধা কাউণ্টেমের মৃত্যুর পূৰ্ব্বে উঠা কোনমতেই খোলা ইষ্টবে না, এই নির্দেশ ছিল । বৃদ্ধ। যেরূপ গর্বিলতা ছিলেন, তাকতে এ ঘটনা প্রকাশ পাঠলে তাহার লাঞ্ছনার সীমা থাকিবে না মনে করিয়াই তিনি ঐ প্রকার ল্যবস্ত করিয়াছিলেন । সেই দিম অপরাধুে গ্নেনালান-বংশের সেনাদল ও স্বেচ্ছাসেবকগণ তাঁহাদের নবীন প্রভুর কল্যাণ কল্পে আকণ্ঠ সুর পান করিব জুয়েল্লাস করিয়াছিল । একমাস পরে লর্ড জেরালডিমের সঙ্গে মিস ওয়ারডুরের পরিণভূক্রিয় সম্পন্ন হইয়াছিল। বিবাহ উপলক্ষে প্রত্নতাত্ত্বিক তাংরি বংশের একটি প্রসিদ্ধ অঙ্গুরীয় কস্তাকে উপহার দিয়াছিলেন। বৃদ্ধ এডি নীল গাউন পরিয়া ভিক্ষাপাত্র হস্তে এক বন্ধুর গুহ গুইস্তে গুড়ান্তরে ভিক্ষার জন্য যায় । সে গৰ্ব্ব করিয়া বলিষু থাকে ষে, সূৰ্য্যালোকিত দিন ছাড়া সে কোন দিন লমণ করে না । শেষের দিকে J)(t) সে একখানা কুটীরেই বসবাস করিত। এই কুটারখানি নক্‌উইকুনকু ও মঙ্গবায়নসের ঠিক মাঝামাঝি অবস্থিত । কন্যার বিবাহের পর ক্যাক্সন, সেই কুটীরেই আশ্রয় লইল । এড়ির চলংশক্তি দিন দিন হ্রাস পাষ্টতেছিল। এজন্য সকলেই বলিত, ঐ কুটার ছাড়িয়া অতঃপর সে আর কোথাও যাইবে না । মিসেস হাড় ওয়ে মকলব্যাকৃষ্টট-পরিবারের উপর লর্ড ও লেডী জেরালডিনের দয়। অসামান্ত ছিল— তাহার। মুক্তহস্তে তাহাদিগকে সৰ্ব্ববিষয়ে সাহায্য করিতেন । মিসেস হ্যাডা ওয়ে অর্থের সদ্ব্যবস্থার করিতেন, কিন্তু শেষোক্তবু উঠার অপব্যৰ করিত । এডি অকিলটির মারফতে ভাস্কার তথাপি সাহায্য পাষ্টতে লাগিল । বড় এড়ির মারফত অর্থসাহায্য আসিত বলিয়ু গ্রগণকালে তাহার একটু অসন্তোষ প্রকাশ করিত বৈ কি ! হেকটর সমরবিভাগে দিন দিন উন্নতিলাভ করিতে লাগিল । প্রায়ই গেজেটে তাছার নাম প্রকাশ পাঠত এজন্য মান্বযের কাছে তাহার সম্মান বাড়ি ছিল । সে দুইটি সীল মাছকে বন্দুকের গুণন্তে শিকার করিয়াছিল। ইষ্ঠার পর ইন্তে মানুষের ফোক সংক্রাস্ত বিদ্রুপ বন্ধ হৃষ্টয়া গিয়াছিল । ক্যাপ্টেন ওয়ারভুরের সহিত মিস ম্যাকইনন্টায়ারের বিবাহ হুইবে, জনসাধারণ এইরূপ রটনা করিত ; কিন্তু এ সম্বন্ধে নিশ্চৰ্যতার কথা শুনা যায়ু নাই । প্রত্নতাত্ত্বিক প্রায়ই নকৃউইকনক্ দুর্গ ও গ্লেনালাম প্রাসাদে গতায়াত করিতেন, গুইটি প্রবন্ধ শেষ করিবার জন্মই তিনি ঘন বন গঙtয়াত করিতেন । প্রায়ই তিনি প্রশ্ন করিতেন, লর্ড জেরালডিন ক্যালিডোনিয়ান্ড, মহাকাব্য রচনা আরম্ভ করিয়া দিয়াছেন কি না : উত্তর যtহা পাহঁতেন, তাহাঙে র্তাহাকে মাথা নাড়িতেই ইই s । প্রত্যন্ত গতায়াতের ফলে প্রত্নতাত্ত্বিক ঠাইার প্রবন্ধ সমাপ্ত করিয়াছিলেন । আমাদের বিশ্বাস, ষে কেহ ক্ষা করিলে উচ্চ ছাপাষ্টয় প্রকাশ করিতে পারেন । তবে মুদ্রণব্যয় প্রত্নতাত্ত্বিক অবগুই দিবেন না । সনমাপ্ত