পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি ব্রাইড অব ল্যামারমুর গড়িয়া তুলিতেছিলেন, তাহার নেতৃত্ব করিয়াছিলেন, সার উইলিয়মের শক্তিশালী প্রতিপক্ষ মাকু ইস এ– এই বন্ধুর চেষ্টার ফলে সার উইলিয়ম তাহার বক্তব্যগুলিতে রাজি হইয়াছিলেন ইহাতেই বুঝা গিয়াছিল ষে, সার উইলিয়ম অনেকটা দমিয়া গিয়াছেন । সুযোগ বুঝিয়া মাকুইস র্তাহাকে চারিদিক হইতে চাপিয়া ধরিবার সংকল্প করিয়াছিলেন । ষে পত্র আসিয়াছিল, তাহাতে কিপারের বন্ধু লিখিয়াছিলেন যে, মাকুইস এ দিকে আসিতেছেন, লর্ড কিপারের আতিথ্য ও গ্রহণ করিতে পারেন । লর্ড কিপার ইহাতে উল্লসিত ইয়া উঠিলেন । তিনি এই স্বেচ্চ-নিমন্ত্রণ গ্রহণ করিলেন । তিনি দুইটি ব্যাপারে বিশেষ আনন্দ লাভ করিলেন । প্রথমতঃ র্যাভেনসউণ্ড এখানে উপস্থিত ; দ্বিতীয়তঃ তাহার পত্নী অনুপস্থিত । র্যাভেনস্উডকে তঁreারই বাড়ীতে দেখিলে, কাহার শক্তিশালী আত্মীয় মাকুইস এ-বিশেষ পূর্স হইবেন । লুসী নিশ্চয়ই যুবককে এখানে থাকিবীর জঙ্গ অনুরোধ জানাইবেন, তিনি ৩iহা প্রত্যাখ্যান করিতে পরিবেস না, ইহা কিপাপ্লের বিশ্বাস ছিল । আর গৃহিণীপণাতেও লুণী সব দিক্‌ বজায় রাখিতে পাব্লিবেন । কিপারের মনে উৎকণ্ঠ ছিল যে, র্যাভেনসউড যেন তাতার পরমাষ্ট্ৰীয়ুকে অভ্যর্থনা করিবার জন্ত এখানে থাকেন। কারমেভেসের উৎসের ব্যাপার হইতে যুবক আর তাড়াতাডি যাইবার জন্য প্রস্তুত্তও ছিলেন না । তখন লুসা ৪ লকৃহার্ডের উপর যাবতীয় আয়োজনের ভায় পড়িল । একবিংশ পরিচ্ছেদ Marall. Sir, the man of honours Come, Newly alighod— Overreach. In without reply, and do as I command— ls the loud music I gave order for Ready to receive him— New Way to Pay Old Debts. সার উইলিয়ম অ্যাসটন বিচক্ষণ ও বুদ্ধিমান ব্যবহারাজীব হইলেও, তাছার মধ্যে ঐশ্বৰ্য্য ও ধন-মত্ততা Sసి ছিল—উহা দেখাইতে ভালবাসিতেন । মাকুইসের অভ্যর্থনার জন্ত তিনি ঐশ্বৰ্য্যের প্রকাশ দেখাইবার জন্য ব্যস্ত হইয় পড়িলেন। ইহাতে র্যাভেনক্সউডের মন তিক্ততা পূর্ণ হইয়া উঠিয়াছিল। 4क नेिन ब्रJांप्छनम्डेंछ विद्रख्ख्tिब्र दठिंब्राझे ফেলিলেন, “মাকু ইসের সম্মানের জন্য সায় উইলিয়ম । খুব ব্যস্ত হয়ে পড়েছেন । তার জন্য এই আয়োজন হচ্ছে, এটা ক্ষমার্চ। কিন্তু সত্য বলতে কি, এইসব খুঁটিনাটি পারিপাট্যের ব্যাপার দেখে স্লামার বিরক্তি বোধ হচ্ছে । এর চেয়ে উলফ সক্রাগের দারিদ্র্য আমার কাছে ঢের সহনীয়-র্যাভেনমাউড দুর্গের এই বিলাস-আড়ম্বর আমি সহ করতে পারছি ন৷ ” লুলী বলিলেন, “কিন্তু এই রকম খুঁটিনাটি ব্যাপারে বাবার মন আছে বলেই তিনি সম্পত্তি অর্জন—* র্যাভেনসউঙ বলিলেন, “উপেক্ষার জন্য যে সম্পত্তি আমার পূর্ব-পুরুষ বিক্রয় ক’রে ফেলেছেন। তাই হবে । তবু যে মুটে, সে মোট বহেই থাকে— সোণার মোট হলেও * লুদী দার্থ-নিশ্বাস ত্যাগ করিলেন । তিনি ঝিলেন যে, তাতার প্রণয়-পাত্র তাহার পিতার আচার-ব্যবহারের প্রতি বীতস্পৃহ । অথচ এই পিতাকে তিনি নিজের প্রকৃত হিতাকঙ্গী বন্ধু ও স্নেহশীল বলিয়া জানেন । মাতার নিকট হইতে লুসী ঘূণা, উপেক্ষ এবং কঠোরভা পাইয়া আসিতেছেন । শুধু পিতাই তাছাকে স্নেহ করিয়া থাকেন । প্রণয়িযুগল অবিলম্বে আবিষ্কার করিলেন যে, পরস্পরের মধ্যে আনেক প্রয়োজনীয় বিষয়ে মতভেদ বিদ্যমান । ধৰ্ম্ম সম্বন্ধেও উভয়ের ধারণ পরম্পরবিরোধী । লর্ড কিপার হুইগ দলের, এজন্য তিনি প্রেসবিটারিয়ান মতাবলম্বা ; তাছার পরিবারভুক্ত সকলেই সেই মত পোষণ করেন, তদনুসারে শিক্ষা পাইয়। আসিয়াছেন। র্যাভেনস্টড এপিসকোপালিস্নান মতানুবৰ্ত্তী স্বতরাং ধৰ্ম্মমত লইয়া উভয়ের মধ্যে প্রায়ই একটা পার্থক্য প্রকট হুইয়া উঠিত । পরস্পর পরস্পরের অনুরাগী হইলেও, এই সকল ব্যাপারে উভয়েই বিশেষ শাস্তি লাভ করিতে পারেন নাই । মনে মনে লুপী ব্ল্যাভেনসউড় সম্বন্ধে একটা শঙ্কা পোষণ করিত্নে র্যাভেনসউডের মত্ত এমন উন্নভচরিত্র মহৎদ্ধদয় যুবক, লুসী এ যাবৎ দেখেন নাই । এজন্য তিনি ঞ্জাকে শঙ্কামিশ্রিত শ্রদ্ধ করিতেন । র্যাভেনস্ট্রডও লুসীর কোমল মন