পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি ব্রাইড অব ল্যামারমুর তিনি আমার পথে এসে পড়েন, তখন দেখা যাবে।" | - ক্ৰেগেনগেল্ট বলিলেন, “তুমি তরবারি চালাতে তার সমকক্ষ হয়েছ । আমার বিশ্বাস, তিন চক্র শেষ হবার আগেই ভূমি তাকে শেষ ক’রে দিতে পারবে ।” বাক্লো বলিলেন, “তা হলে তুমি অস্ত্রক্রীড়ার কিছুই বোঝ না বিশেষতঃ তার অস্ত্রনৈপুণ্য কখনো দেখনি * , - - “আমি তলোয়ার চালাভে জানি না ? ঠাট্ট করছ বুঝি ? আমি ব্ল্যাভেনসউণ্ডের অস্ত্রশিক্ষা কৌশল কখনো দেখিনি এ কথা ঠিক, কিন্তু মসিয়ে সেগুনের স্কুলে কি অস্ববিদ্ধ। আমি শিখিনি ? তার পর সেনর পোকোর মেলা ফ্লোরেন্সে দেখেছি । ভয়েনায় মিনহার ডরচ ষ্টোগেনের অস্থবিদ্যাও কি দেখিনি ?” বাক্লো বলিলেন, “তুমি দেখেছ কি দেখনি, সে কথা হচ্ছে না । ষঙ্গি দেখেই থাক, তাতে কি ?”

  • আমার কথাট। হচ্ছে এই -ক্ষরাসী, ইটালীয়, ডচ ম্যান্‌ ধেই হোক না কেন, তোমার সঙ্গে কেউ পারবে ন! ”

বাকলে বলিলেন, “ন, তোমার কণা আমি সত্য ব’লে মানি না । তা সে যাই হোক, আমি অস্ত্র পরতে জানি । অন্ততঃ ভদ্রলোকের যা জানা দরকার, ত! আমার আছে ?” - ক্রেগেনগেল্ট তখন একটা গল্প ফাদিয়া বসিলে বাকুলে বলিলেন যে, বড় গল্প শুনিব** অবকাশ তাহার নাই । বরং মদ্যপানের ব্যবস্থ{ষ্ট - স্টার প্রিয়। স্বর: টালম্বা লইয়া ব্যস্থলে আললেন, “কার স্বাস্থ্য পান করা যাবে বল ?* ক্রেগেনগেল্ট বললেন, “তুমি নাম কর।” বাকলে বললেন, “তা হলে , ল, মিস লুলী অ্যাসটনেব স্বাস্থ্য (; , 8র; যা ” ক্যাপ্টেন সোল্লাসে বলিলেন, “চমৎকার! এমন মুনারী এ অঞ্চলে নেই । কিন্তু কি দুঃখের কথা বল ত, ভাই, সুন্দরীর হ গুচ্ছাড়া বাবা একটা ভিখিরী, যার চাল চুলো নেই, সেই র্যাভেনসউডের হাতে তাকে সাপে দিতে যাচ্ছে!” .. উপেক্ষার ভাণ করিয়৷ বাস্থলে৷ বলিলেন, "সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছেন। " ক্যাপ্টেম্বলিলেন, “আমি কিন্তু ভেবেছিলাম, সব পাকা হয়ে গেছে । ওরা দুজনে সব সময়েই এক জায়গায় থাকে।. এ অঞ্চলে সৰাই ওদের কথা নিয়ে আলোচনা করে ।” ዓ » ”ৰাৱ ষ খুলী বলুক না কেন । আমি ভালষ্ট জানি । তাই আবার মিস লুপী আস্টমের স্বাস্থ্য পান কর। স্বাক্ ” - ক্রেগেন্‌গেল্ট বলিলেন, “আমি নতজ্ঞাঙ্ক হবে তার স্বাস্থ্য পান করছি। অমন মেয়ে—সে যদি ঐ লোকটাকে প্রেম না দেখাত ” , গম্ভীরভাবে বাক্লে বলিলেন, “দেখ, প্রেম ও মিস্ অ্যাস্টনের নাম একসঙ্গে মিশিও না। ওট। আমি ভালবাসিনে ৷” ক্রেগেন্‌গেল্ট বলিলেন, “তাই মাকি ? আমি কি প্রেম কথাটা ব'লে ফেলেছি। আরে না, ন, আমি বলেছি প্রত্যাখ্যান । আমার বিশ্বাস, ছেঁড় ভাসের স্তায় তাকে মিস্ অ্যাসটন প্রত্যাখ্যান করবেন। আর, ফয়ের রাজাকে বরণ ক’রে নেবেন । কিন্তু তবু—” “ভৰু কি ?” “তবু আমি জানি । ওবা দুজন দিন-রাত জায়গায় থাকে—বনে বেড়াতে যায়, মাঠে মাঠে বেড়ায় ।” “ওটা সুন্দরীর বোকা বাবার খেয়াল-ছুদিনেই ও লব খেয়াল বন্ধ শুয়ে যাবে । এখন গ্লাস ভক্টি ক’রে ফেল, ক্যাপ্টেম । তোমাকে স্থখবর শোনাধ— গোপন কপী, বন্ধনের কথা ।” ক্রেগেনগেল্ট পলিলেন, “বিয়ের ব্যাপার নাকি ?” বলিতে বলিতে তাহার মুখ বিবর্ণ হইল । বাক্লোর বিবাহ হইলে, এ বাড়ীতে আর তাছার স্তান হষ্টৰে ন}, এইরূপ অাশঙ্ক। তঁহার মনে বোধ হয় প্রবল হইয়! থাকিবে । - বাকলে বলিলেন, “হা, তাই। কিন্তু বিয়ের কথ। গুনে তোমার এত উৎসাহ লোপ পেল কেন ? গালের সে অরিক্ত আভ! আজি গেল কোথায় ? ড়োমার ত ভাবনায় কিছু কারণ নেই। তোমার জঙ্ক টেবলে থাবারের জায়গা, মদের বোতল সবই থাকবে । লোথিয়ানের যুবতী-সমাজ তোমার বিরুদ্ধে চক্রান্ত করলেও, তোমার কিছু করতে পারবে না। আমি সে ছেলে মই যে, আমার কেউ নাকে দড়ি দিয়ে ঘুরোধে ।” ক্রেগেনগেল্ট বলিলেন," কথা সবাই আগে বলে থাকে, ভাই । আমার কয়েক জন অন্তরঙ্গ বন্ধু৪ অমন কথা বলেছিল । কিন্তু কোন মেয়েমানুষই আমায় সহ করতে পারে না। ৰিয়ের পর মধু্যামিনী কাটুতে না কার্টুতেই বন্ধুর কাছ থেকে আমায় বিদায় নিতে হয়েছে ।” এক ধূরে