পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

By Cauk and keel to win jour litead, Wi’ whigulaloeries for theo, wha need, Whilk is a gentle trade inflaed To carry the gaherlunzie in, {{}ld $ong. এই কাহিনী যখন আমি গ্রীকৃষ্ণুে পবদ্ধ করিতেছিলাম, তখন আমার এই গাপন কাৰ্য্য খুব অল্প লোকই জানিতে পারিয়ালি । গ্রন্থকারের জীবদ্দশায় এই কাহিনীর আসল স্থা, জন-সাধারণে প্রচারি স্তও হইবে ম{। যদি ভগ্ন"ও ঘটয় যায়, তাহা হইলে উন্থার সম্মান লাভের স্থা আমার নিজের কোন আগ্রহই নাই । আমি সকণ্ঠে স্বীকার করিতেছি যে, এমন স্বপ্নও ধrি Pয়নায় কে. তাহা হইলে স্বনিকার অস্তরালে ! থাকিয়া আমি পাঞ্চের ম্যানেজার ও র্তাহার ? জায়াসের স্থায় অন্তরালে থাকিয়! দৰ্শকদিগের f : নন্দ উপভোগ করিব । তার পর এমনও ಶ್ಲೆ }া র, যে অখ্যাত পিটার প্যাটসনের রচনা" বিচারবুদ্ধিসম্পন্ন হৃদয়বান পাঠকগণকে মুগ্ধ ক#ি:ছ—যুবক ও বৃদ্ধগণও সে রচনায় আকৃষ্ট ও iনলত ইয়াছেন ; সমালোচকগণও ঐ সকল রচন দ্য কোন প্রসিদ্ধ সাহিত্যিকের লেখনী-প্রস্থত বৰিম| ৩ স্থির করিয়; বসিবেন । তখন হয় ত প্রশ্ন o কে এই সকল কাহিনী লিখিয়াছে । উত্তরেীঠখন মানা জনের উপর রচনানৈপুণ্যের আরোপ:ঙে পারে। আমার জীবদ্দশায় এ মুখ-ভোগের স্বাগ হয় ত কখনও ঘটিবে না। তবে এ কথা ঠিক , ইহার বেশী কিছু আকাঙ্ক্ষা করিবার দুঃসাহস আর নাই । আমার আচার-ব্যবহার খুভদ্র নহে । আমি অত্যন্ত জেদী-প্রকৃতির লোক সুতরাং আমার সমসাময়িক সাহিত্যিকদিগের প্রাপ্য সম্মানের অধিকারী হইবার দুরাশা করিপোরি না । আমি যদি সিংহের সহিত তুলিত হই, তথাপি নিজের াইড অব ল্যামারমুর ভূ । ল্যামা মুদ্ৰ সম্বন্ধে উচ্চ ধারণ। পোষণ করিতে পারিতাম না। এদেশের অভিজাত সম্প্রদায়ের একটা স্থান আছে। আমার ও একট! নির্দিষ্ট স্থান আছে ; গল্পের লৌহ ও মুক্তিক-পাত্রের সংঘর্ষের ফলের কথ! সকলেই জানেন । সুতরাং এরূপ সংঘর্ষ হইলে আমারই ক্ষ; ও সমধিক । অামার লিখিত রচনার এই পাণ্ডাগুলির ৪ ঐক্লপ দুর্দশ ঘটিতে পারে । এই গ্রন্থের পাত খুলি অপঠিত অবস্থায় একপাশে ঠেলিয়া ফেলিং রাখাও বিচিত্র নহে । আমার সতীর্থ ও বন্ধু ডিপ্‌ টল্‌টোর অদৃষ্ট্রের কথা স্মরণ করিয়া, প্রসিদ্ধ হইবার সুখকামনা যেন না করি । ডিক্ টিনটে যখন নিজেকে শিল্পী বলিয়া পরিচয় দিতেন, শুখন ঠাহার পুর্বপুরুষগণের সম্বন্ধে এই ইঙ্গিত করিতেন যে, তিনি পিতৃ-পিতামহের রক্তের সন্মান রক্ষা করিতে পারেন মাই। ডিক্‌ টল্‌টে। ড্রয়িং না শিথিয়াই ছবি আঁকিঙে:"গিয়া গিল্পীছিলেন । প্রকৃত্তিকে ভালরূপে পর্যবেক্ষণ করিয়া পরে তিনি নিজের ভ্রম ক্রটি ধরিতে পারেন । তিনি , ঘোড়ার ছবি খুব ভাল করিয়া অঙ্কিত করিতে পারিঙেন , অঙ্কনকার্ষ্যে আত্মনিয়োগ করার পর ক্রমে তিনি ঘোড়ার পৃষ্ঠদেশ ক্ষুদ্র কপ্লিয়। ঘোড়ার পা গুলিকে দীর্ঘ করতে অগ্রস্তু করেন । আগে &ষগুলি কুম্ভারের আকার ধারণ করিত, পরে সে চিত্রগুল টাটু ঘোড়ার স্তায় দেখিতে ইত । এক সময়ে ডিক্ পাঁচটি চরণবিশিষ্ট একটি অশ্ব অঙ্কিত করিয়াছিলেন । অবশু পঞ্চম পদটি ঘোড়ার লেজ । অবগু ডিক্ টিনটো পরে চিত্ৰ-বিদ্যায় উন্নতিসাধন করিয়াছিলেন ; কিন্তু কিরূপে, তাহা আমি জানি না। তবে তিন সাধারণ চিত্রাঙ্কন ত্যাগ করিয়া মামুষের ভৈল চিত্র আঁকিবার দিকেই কোক দিয়াছিলেন । র্তাহার সহিত বহুদিন আমার দেখা হয় নাই । অবশেষে দীর্ঘকাল পরে গাণ্ডার ক্ল গ্রামে তাহার সহিত আমার দেখা হুইয়া গেল। ডিক্‌ তখন তৈলচিত্র অঙ্কত করিয়া কিছু কিছু অর্থে পার্লন করিতেছিলেন । আমি তখন লেখক ।