পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি ব্রাইড অব ল্যামারমুর জানতেন । ফুর্গে সে সব জমা হ’ত । সকলে জামৃতে পারলে বিপদ হবে, তাই বেশী লোক জানৃত না । আপনি যখন বাড়ী যাবেন, আপনাকে সব वल्न ” - মাষ্টার বলিলেন, “এই সব ছোকরা, এরা কি সারা রাত এখানে ব’সে ব’সে কষ্ট পাবে না কি ? কখন দুর্গ ভেঙ্গে পড়বে, তাই দেখবার জন্য ৪রা ব'সে অাছে * “না, ন, ওরা থাকবে কেন ? ধীরে মুস্থে, ঘুমিয়ে ওর। দেখতে পারে। দেখুন না, সব ঠিক ক’রে দিচ্ছি ” ক্যালেব বালকদিগের কাছে গিয়া বলিল যে, মাষ্টার র্যাভেনৃদউড এবং মাকুইস হুকুম দিয়াছেন, আজ চর্ণ ভূমিসাং হুইবে না । কাল হইবে । এষ্ট কথা শুনিয়া বালকের দল মহোল্লাসে যে যাহার বাড়ীর দিকে চলিয় গেল । র্যাভেন্‌ উ৬ বলিলেন, “ক্যালেব, কিন্তু অস্ত্র“न्न श्व १:ऋमद ढि ऊ'ञ, छ। छ क्लभि योगान्नु ংলুলে না ?” ক্যালের বলিল, “ আত্ম-শস্ত্র ? সেগুলে{ কতক পুঞ্চে, কতক পশ্চিমে, কঙক ধ। এদিকে ওদিকে গেছে । অtয় বারুম ? সেগুল দিয়ে আমি রঞ্জি ঞ্জিন সংগহ ক’রে আপমাদের খায়িধেছি । তবে আপনার শিকারের প্রয়োজনে কিছু ধারুদ আমি গালাদ ক’প্লে রেখে দিয়েছি । যাক, এখন আপনার রাগ আর মেষ্ট । এখন বলুন ত আমার কাজ छेिक হয়েছে কি ন? এই ব্যাপার করেছি ধুম, তাই ত আজ এত গুলো অতিথি পরম আরামে থাকতে পয়েছেন ।” “ক্যালেব, তোমার কাজ ঠিকই হয়েছে ব’লে মনে ইচ্ছে। কি ? একটা কথা—আমি দুর্গের মালিক, সুতরাং সত্যি অথবা মিথ্যে যে করেই হোক, যদি দুর্গ ধ্বংস করতে চাও, আগে আমাকে শু! জানান দরকার ” ক্যালেব বলিল, “ছিঃ ছিঃ ! তা কি হয় ! আমি হাজার রকমের মিথ্যে কথা বলুতে পারি ; কিন্তু আপনি ত! কি পারেন ? তা ছাড়া যারা যুবক, তাদের বিশ্বাস করা যায় না । ঠিক হিসাব ক’রে তার কাজ করতে পারে না, কথাও বলুতে জানে না । ধরুন না, এই আগুনের ব্যাপারটাই ধরুন না। এর জন্য আমরা সকলের কাছে ষ! খুলী, তাই বলুতে পারব । এর জন্য অনেক ব্যাপারের সন্মানজনক, মীমাংসাওঁ হয়ে যাবে, বংশের মান సి) ইজ্জতও বজায় থাকবে । এখন আর সারা দিনে বিশটা মিথ্যে কথা বলতে হবে ন৷ ” "তোমার কথা বুঝতে পারলুম না, ক্যালেব । আগুনের ব্যাপারে তোমার ইজ্জৎ কিসে বাড়বে, ভাও ধারণা করতে পারছি না।” ক্যালেব বলিল, “এই মুম না বলি । ছোকরার দলের মন তাজা, তার ধাপ্লাবাজি বোঝে না, অথচ আসল জিনিষ জানতে চায় । যদি বেশ ভালভাবে এই আগুনের ব্যাপারটার ব্যাখ্যা করা যায়, তা হ'লে এ বংশের মান ইজ্জত বজায় রাখবার ভারী সুবিধা হয়েছে বৈ কি । সবাই হয় ত জিজ্ঞাসা করবে, দুর্গের ছবিগুলো গেল কোথায়—আমি বলুৰ, উলফস্ক্রাগে ভীষণ অগ্নিকাণ্ড হয়েছিল, তাতে সব গেছে। কেউ হয় ত জিজ্ঞাস করবে, এত বড় পুরাণে ধনী বংশ, এদের বাসনপত্র সব গেল কোপায় ? উত্তর দেব, আগুনে সব নষ্ট হয়েছে । কেউ যদি বলে, কাপড়-চোপড় রাখবাব আলমারী, ভাল ভাল কাপড়-চোপড় নেই কেন ? বিছানপত্র, ঝালর, পরদী, সাজ-সরঞ্জাম গেল কোথায় ? উত্তর হবে—আগুন । আগুনের ব্যাপারট সকলকে সম্ঝ দিতে পারলে, বংশগৌরবকে লাচিয়ে রাখা চলবে ।” রাভেলসউড ক্যালেবলে ভাল করিয়ু চিনিতেন । শু ংি তিনি এ বিষয়ু লইয়। আর বিতণ্ড। স্মৃষ্টি করিলে না । ক্যালেবকে সাফল্যলাভের আনন্দে মশগুল রাখিয়ু মাষ্ঠার পল্লীতে ফিরিয়া আসিলেন । মাকু ইঃ এবং গির্ডারের শাশুড়ী র্যাভেনস্উডের আদর্শনে উৎকণ্ঠভিরে প্রতীক্ষা করিতেছিলেন । র্তাঙ্গাকে ফিরিঃ আসিতে দেখিয়! সকলেই নিশ্চিস্তু ২ঈলেন লৈশ অfহারের আয়োজন হুইল । বtণীবস্ত ভালই ইষ্টয়tiছল । গির্ডার ক্টাঠাদের মামনীয় অতিথি পাইয়াছে, ইহা পরিচয় করিতে লাগিল । এমন দিগকে গৃহস্থদম্পতি নিজ গুহে তাহদের অতীব সৌভাগ্যের বিধয় । মাকু মে ও র্যাভেনসউড়ের শধ্যাগুই উত্তমরূপে সজ্জ , ইষ্টয়াছিল । নৈশ আহারের পর সকলেই যে ষাঠীর নির্দিষ্ট শয়ন-কক্ষে গমণ করিলেন। পরদিবস গ্ৰামত্যাগের আয়োজন হইল । র্যাভেনসউড গোপনে ক্যালেবকে ডাকিয় জানাইলেন যে, তিনি কিছু দিনের মধ্যে বিদেশে যাইবেন । র্তাংlর মুদ্রাধার হইতে অধিকাংশ অর্থ ক্যালেবকে প্রদান করিলেন । ক্যালেব উহু গ্রহণে আপত্তি