পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S o রালিবাসের জন্ত ঘর সজ্জিত হইল । গ্রাম্য সাজক তাহার গৃহে মাননীয় অতিথি দিগকে লইয়। যাইবার জন্য প্রস্তুত হইলেন । কিন্তু ক্যালেব তাই ঘটিতে দিল না । সে মিঃ গির্ডারকেই সেই সম্মানজনক আতিথ্যসৎকার করিবার আদেশ দ্বাণ করিল। ইহাতে গির্ডার অত্যন্ত গৰ্ব্ব অষ্ট্ৰভৰ করিল । ভাই1র বাড়ীতে অনেকগুলি ঘর ছিল । সেই সকল ঘর সাজাইয়া গুছইয়া অতিথিদিগের জন্য প্রস্তুত করিয়া রাখিল । র্যাভেনসউড় এক হইবা মাৰ্য তাড়-তাড়ি দুর্গের পরিণতি দেখিবার জন্ত সন্নিহিত উচ্চভূমির দিকে গমন করিলেন । কৌতুহলপরবশ হইয়া কতিপয় গ্রামা বালক ও অগ্নিকাণ্ড দেখিবার জন্য সে দিকে দৌড়িতেছিল । বিমৰ্যচিত্তে র্যাভেন উড উচ্চভূমির উপর উঠিভেছেন, এমন সময় কেহ ভঁ{হার কোটের প্রান্ত ধরিয়৷ অাকর্ষণ করিল । র্যাভেনস উড়, বিরক্তিভরে “কি চাও তুমি, কুকুর ' যে কোট ধরিয়৷ তাকর্ষণ করিয়াছিল, সে ক্যালেব । বৃদ্ধ বলিল, “আমি কুকুর ত বটেই— কঠিয় উঠলেন, বুড়ে কুকুর ” র্যাভেনসউড় তখন শৈলশুঙ্গের উপর পৌছিয়াছিলেন । সেখান তহঁতে দুর্গ বেশ দেখা সাসু । তখন অগ্নিশিখা আর জলিখেছিল না। শুধু আকাশটা তখনও লাল দেখাইতেছিল । ইহাতে যুবক অত্যন্ত বিস্মিত হইলেন । যুবক বলিলেন, "গঁট ত ভেঙ্গে পড়েনি, দেখছি। , ভেঙ্গে গেলে তার শব্দ নিশ্চয় শুনতে পেতুম যত বারুদ ওখানে আছে ব’লে তুমি বলছিলে, তার সিকি অংশও যদি ওখানে থাকৃত, ভা হ'লে বিস্ফোরণের শব্দ বিশ মাইল দূর থেকেও শোনা যেত।" শাস্তভাবে ক্যালেব বলিল, “ত! ঠিক ” “ত হ’লে আগুন বারুদের ঘরে 和?” রহস্তপূর্ণ গম্ভীৰ্য্য সহকারে ক্যালেব বলিল, হ'তে পারে ” মাষ্টার বলিলেন, “শোন ক্যালেব । এ সব আমার সহ হচ্ছে না। আমি নিজে গিয়ে দেখে আসি, দুর্গের অবস্থা কি রকম ? “আপনি তা হ’লে যাচ্ছেন ?” *কেন যাব না ? কে আমায় বারণ করবে ?” পৌছোয় ত! সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী দৃঢ়তা সহকারে ক্যালেব বলিল, “বন্ধ করব আমি নিজে ।” মাষ্টার খলিলেন, “তুমি, ব্যালডারষ্টোন্‌! তুমি নিজের অবস্থা ভুলে যাচ্ছ দেখছি ।” ক্যালেব বলিল, “ন, তুলিনি। আমি এখান থেকে ব’লে দিচ্ছি, দুর্গ কি অবস্থায় আছে । আপনি শুধু দয়। ক’রে লোকের কাছে—মালুইসের কাছে নিজেকে খেলো করবেন না ।” যুবক বলিলেন, "খুলে বল, কি হয়েছে । তোমার কথা আমি বুঝতে পাচ্ছি না। সব কথা খুলে বল `ट(tभIग्र ।।' “তবে শুনুন । আপনি যে সময় দুর্গ ছেড়ে আসেন, তখন তার অবস্থ! যেমন ছিল, এখনও ঠিক ভাই অাছে।” র্যাভেনসউড় বলিলেন, “বটে —ম্ভ হ'লে আগুন ;" “অrগুন লাগেই নি । শুধু কাঠের ও ঘাসের यो 8म '

  • ৩ থেকে তাও আ গুন উঠলে! কি ক’রে ? দশ মাইল দূর থেকে আগুন দেখা যাচি ”

“ধ ও জঞ্জাল ছিল, জড় ক’রে আ গুন ধরিধে দিরে ছিলাম ! আপনি লোক পাঠাবার পরই ঐ সব করেছিলুম। এর পর আপনি যদি ঐ রকম ক’রে লোকজন নিয়ে আসেন, শ্ৰ হ'লে এ পরিবারের অপমান দেখবার আগেই আমি দুর্গে স্থা গুন পরিয়ে দেব । বংশের অপমান আমি সস্থা করতে পারব না ।” মনিব হাগু দমন করিষ্টে না পাল্লিযু! বলিলেন, “ক্যালেব, তোমার প্রস্তাব শুনে আমি খুর্দী হলুম । কিন্তু বারুদ কোথায় পেলে ? সঠিা সত্যি কি বারুদ দুৰ্গে আছে ? মাকু ইস্ বলছিলেন, তিনিও যেন জানেন " “el, হা, ই ! বারুদ ! হা, হা, ই! মাকু ইস্! আপনাকে যখন কোনমতে বোঝাতে পারলুম না, তখন মাকু ইণের কাছে বারুদের কথা বলি। শুনে তিনি নিজেই সব ভার নিলেন ।” অধীরভাবে র্যাভেনৃদউড বলিলেন, “তুমি আমার প্রশ্নের উত্তর ত দিলে না । বারুদ কোথা থেকে এল ? সে বারুদ কোথায় ?” ক্যালেব যেন আরও রহস্যময় হইয়। উঠিল । সে বলিল, “বারুদ ওখানে জমা ছিল! এ দেশে বিদ্রোহ হবার কথা ছিল । তখন রাঙারাতি অনেক তলোয়ার, বন্দুক, বারুদ এখানে অস্তি । মাকু ইস্ এবং উত্তরদিকের আরও অনেক বড় বড় লর্ড ত্য