পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«& ot» প্যারীচঁাদ মিত্র বলে তুষ্ট সেই মাতাল বেটার ছেলে, তুইও বাপের মত হবি, তোর উপরে আমাদের বিশ্বাস কি ? আমি সেই জন্তে কাহারে কাছে মুখ দেখাতে পারি না। এই সকল কথা শুনিয়া ভবানীবাবু এ ওঁ করিয়া অন্যান্য কথা ফেলেন কিন্তু তাহার পত্নী তাহাতে ভোলেন না তিনি আপন কথাই উল্ট পাল্ট ধরেন। কাশাকে কাণ বললে বড় রাগে। ভবানীবাবু অমনি ত্যক্ত হইয়া উঠিয়া উত্তর করিলেনআ! কি আপদেই পড়লাম! পোড়া ধায় আর লুণের ছিটে কেন দাও ? এমত গঞ্ছনা খাওয়া অপেক্ষ যে মরা ভাল ছিল—সে যাহা হউক, আমার বড় দিব্য যদি কখন আর মদ স্পর্শ করি—আজ অবধি শপথ করিয়া ত্যাগ করিলাম।” ‘যৎকিঞ্চিৎ’ ঃ “ত্রিযামা উপস্থিত। নয়ন উন্মীলন করিয়া নভোমণ্ডল অবলোকন কর। অসংখ্য তারা অসংখ্য স্বৰ্যম্বরূপ অসংখ্য স্বাক্টর নিয়ামক। এক এক তারা নিরীক্ষণে বহুধা বোধ হইবে। একটা একটা তারা আমাদিগের স্বর্ঘ্যের ন্যায় গ্রহাবৃত ও সকল গ্রহ রাশিচক্রে ধাবমান। দূরবীক্ষণ যতই দৃষ্টিক্ষম হইতেছে ততই নৃত্ন২ তারা প্রকাশ হইতেছে। আমাদিগের সূর্য্যের অমুগত যে যে গ্ৰহ জান ছিল তাহা অপেক্ষ নূতন নূতন গ্রহ আবিষ্কৃত হইয়াছে। তারাগণ ও গ্রহাদিসকলই প্রাণিময় ও স্বষ্টি অনন্ত। পৃথিবী রাশিচক্রে ধাবমান হইতেছে—স্বর্ঘ্যের তারতম্য ঋতুর পরিবর্তন—ঋতুর পরিবর্তনে শস্যের উৎপত্তি—শস্ত্যের উৎপত্তিঙে জীব জস্তুর পালন। সুর্ঘ্যের উদয় ও অস্তমিতিতে দিব রাত্রি—দিব রাত্রিতে উদ্ভিদের বৰ্দ্ধন ও জীব সকলের শ্রম ও বিশ্রামের উপযোগিতা। সূর্য্যের তেজে সকল যত্ব হইতে বারি আকৰ্ষিত হইতেছে ও ঐ বারি ধূমবং হইয়া মেঘাকৃতিতে গগন ভূষিত করিতেছে এবং ঐ মেঘ সকল বারিত্ব প্রাপ্ত