পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরেজী শিক্ষা ও মিশলী আন্দোলন 熟》 পূৰ্ব্বেই উক্ত হইয়াছে, হিন্মুকলেজে হিন্দুদের কর্তৃত্ব তখন নামে মাৰ বিদ্যমান ছিল। ১৮৫৩ খ্ৰীষ্টাব্দের প্রথমে হীরা বুলবুল নামে কলিকাতাৰাগী এক পশ্চিম গণিকার পুত্র হিন্মুকলেজে ভর্তি হয়। frw-rwts (Gouheil of Education) fv fw firma, কলেজ হইতে এই গণিকাপুত্রকে সরাইবা দেওয়া হইবে না। স্থিা ইহার প্রতিবাদে আন্দোলন শুরু করিয়াই ক্ষাগু হইলেন না, তাছার হিন্দুকলেজের মত আর একটি প্রথম শ্রেণীর শিক্ষায়তন প্রতিষ্ঠার সঙ্কল্প করিলেন। এ বিষয়ে প্রধান উদ্যোগী ছিলেন-ওয়েলিংটম ষ্ট্ৰীটত্ব দত্তপরিবারের রাজেন্দ্রনাথ দত্ত। রাধাকান্তু দেব, মতিলাল শীল, দেবেন্ত্রনাথ ঠাকুর, আশুতোষ দেব প্রমুখ গণ্যমান্ত ব্যক্তিরা এই প্রচেষ্টায় বিশেষ ভাবে যোগদান করেন। ইহার ফলে ২ মে ১৮৫৩ তারিখে চিৎপুর ' সিদুরিয়াপটীর রামগোপাল মল্লিকের বৃহদ্বাটতে হিন্দু মেট্রোপলিটান কলেজ প্রতিষ্ঠিত হইল। মতিলাল শীলের শীল্স্ ফ্রী কলেজ ও গুরুচরণ দত্তের ডেভিড হেয়ার একাডেমি সমুদয় ছাত্র, আসবাবপত্র ও সরঞ্জাম সমেত এই কলেজের সঙ্গে সংযুক্ত হইল। রাধাকান্ত দেব সৰ্ব্বসম্মতিক্রমে কলেজ-পরিচালন-কমিটির সভাপতি নিৰ্ব্বাচিত হইলেন। পৃষ্ঠপোষক—মতিলাল শীল ; পরিচালন-কমিটিতে রছিলেন-দেবেঞ্জনাৰ ঠাকুর, রাজেন্দ্রনাথ দত্ত, আশুতোষ দেব প্রভৃতি। হিন্দুকলেজের প্রাক্তন অধ্যক্ষ কবি ও সাহিত্যিক ক্যাপ্টেন ডি. এল. রিচার্ডসন কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। ইহার প্রধান বাংলা অধ্যাপক হইলেন প্রসিদ্ধ নাট্যকার রামনারায়ণ তর্করত্ন। কলেজটি কিছুকাল বেশ সমারোহে চলিয়াছিল। রাণী রাসমণি ইছার প্রবৃদ্ধিকল্পে দশ হাজার টাকা দান করিয়াছিলেন। কয়েক বৎসর পরে ১৮৫৮ খ্ৰীষ্টাৰে হিন্দুদের মধ্যে