পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

; kitxt content and * nation ப beation without গোল কাৰ মুম্বক-প্রেতি সনেটগুলি তাহার নির্দেশমত স্বতীজমোহন ঠাকুরকে দেখিতে দেন। ২১ মার্চ (১৮৬৫ ) তারিখে গোরাসবাবুকে লেখা যতীন্দ্রমোহন ঠাকুরের একটি পত্র হইতে জানা স্বায় যে, মধুসূদন তাহার পত্রে তিনটির উল্লেখ করিলেও মোট চারিটি সনেট পাঠাইয়াছিলেন। সনেট চারিটি যথাক্রমে এইরূপ—অন্নপূর্ণার বাপি, জয়দেব, সাংকাল ও কতক্ষ নদ। এই পত্র পাঠে জানা যায়, ষষ্ঠীশ্রমোহন কবিতা চারিটি পাঠ করিয়া বিশেষ প্রীত হইয়াছিলেন। তিনি মধুসূদনের পত্র সহ কবিতাগুলি যথাসময়ে রাজেন্দ্রলাল মিত্রের নিকট পাঠাইয়া দিয়াছিলেন। রাজেন্দ্রলাল মিত্র তৎসম্পাদিত 'রহস্য-সন্দর্ভ" পত্রিকায় (১৯২১ সংবং ২ পৰ্ব্ব, ২১ খণ্ড, পৃ. ১৩৬) তন্মধ্যে দুইটি সনেট মুন্ত্রিত করেন— “কবভক্ষ মদ” ও “সায়ঙ্কাল"। ভূমিকায় রাজেন্দ্রলাল যাহা লিখিয়াছিলেন, তাহা উদ্ধৃত করিতেছি : চতুর্দশপদী কবিতা। নিম্নস্থ চতুর্দশপদী কবিতাদ্বয় ঐযুক্ত মাইকেল মধুসূদন দত্তকর্তৃক প্রণীত। উক্ত মহোদয়ের শৰ্মিষ্ঠা তিলোত্তম মেঘনাদাদি কাব্য বরভাষায় উৎকৃষ্ট বলিয়া প্রসিদ্ধ আছে। মেঘনাদ বালী মহাকাব্য বলিবার উপযুক্ত। অপর কবির কেবল উত্তম কাব্য লিথিয়াছেন এমত নহে। হাকর্তৃক ৰাভাযায় অমিত্রাক্ষর কবিতার স্বষ্টি হইয়াছে SSBBBB BBB BDDD BBB SSSSSS BiDD DD কলিছেন। নির্থ সঙ্গং তখন বন্ধ ইনপালি।