পাতা:সাহিত্য সার .djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপক্ৰমণিকা । 盘 করিলেও আমাদেরই অনুমান যুক্তিসঙ্গত বলিয়া প্রস্টীয়মান झहेएरु

  • =s*

বাঙ্গলা ভাষার তিনকাল বা অবস্থা । বাঙ্গলার উৎপত্তিকাল অবধি অধুনাতন কালপর্য্যন্ত তাবৎ কালকে তিনভাগে বিভক্ত করিয়া তদনুসারে ভাষার, শৈশব, বাল্য ও প্রৌঢ় অবস্থার নির্দেশ করা যাইতে পারে । বাঙ্গলা ভাষার প্রথম সংঘটন হইতে চৈতন্যদেবের পূর্ব পর্য্যস্ত, অর্থাৎ ইংরাজী ১৪৮৫ পর্যন্ত আদ্যকাল । চৈতন্যের সময় হইতে ভারতচন্দ্র রায়ের পূর্ব অর্থাৎ ইং ১৭৫২ অব পর্য্যস্ত সমুদয়কাল মধ্যকাল । আর ভারতচন্দ্রের সময় হইতে অদ্য পৰ্য্যন্ত সময়কে ইদানীন্তন কাল বলিয়া নির্দেশ করা যাইতে পারে । নিয়ে এই তিন কালের সংক্ষিপ্ত বিৰরণ লিখিত্ত হইতেছে। জাদিম কাল । আদিমকালে ৰাক্ষলাভাষার কি রূপ অবস্থা ছিল বিশেষ জানিবায় উপায় নাই । তৎকালে দুইজন গ্রন্থকারের লিখিত গ্রন্থ ভিন্ন অন্যান্য গ্রন্থ পাওয়া যায় না । সকল ভাষায়ই নিয়ম এষ্ট, গদ্যরচনার পূৰ্ব্বে পদ্য রচিত হষ্টয়া থাকে। সংস্কৃত, লাটিন, গ্ৰীক প্রভৃতি তাবৎ ভাষাতেই এই নির্ম। বাঙ্গলাভাষাও এই সাধারণ নিয়মের বহি ভূত নহে। এক্ষণে আদ্য