পাতা:সাহিত্য সার .djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপক্ৰমণিকা । సి অনেকাংশে ঋণী, এমন কি, অনেকে এই সময়কেই বাঙ্গলাভাষার প্রকৃত আদি কাল অর্থাৎ উৎপত্তির কাল বলিয়া নির্দেশ করিয়াছেন। উল্লিখিত বৈষ্ণবসম্প্রদায়ের মধ্যে তিন জন প্রধান গ্রন্থকার ছিলেন । জীবগোস্বামিপ্রণীত কড়চা, বৃন্দাবনদাস বিরচিত চৈতন্যভাগবত ও কৃষ্ণদাস কবিরাজবিরচিত চৈতন্যচরিতামৃত এষ্ট তিন খানিই অদ্যাপি ৰৈঞ্চৰতন্ত্রের পরমারাধ্য গ্রন্থ। চৈতন্যের মৃত্যুর সময় হইতে আরম্ভ করিয়া অমুমান ইং ১৫৭৩ অব্দের মধ্যে উক্ত গ্রন্থসকল রচিত হয় । উল্লিখিত ও অন্যান্য তাবৎ বৈষ্ণব গ্ৰন্থই চৈতন্যদেবের জীবন, বৃত্তাদিবর্ণনায় পরিপূর্ণ। ইহাদিগের ভাষা যদিও তাদৃশ স্বনার ও মনোহর নহে, কিন্তু ইহাদিগের নিকট বাঙ্গ লাভাষা অনেকাংশে ঋণী । অনেকে উক্ত গ্ৰস্থাদির প্রাদুর্ভাবের কালকেই ৰাঙ্গ লাভাষার উৎপত্তির প্রকৃত কাল বলিয়া নির্দেশ করেন। মধ্যকালে আর আর যে সমস্ত গ্রন্থ রচিত হয়, তন্মধ্যে কৃত্তিবাসের রামায়ণ, কবিকঙ্কণ চণ্ডী, কাশীরামদাসের মহাভারত, রামপ্রসাদ সেনের বিদ্যাসুন্দর, কালীকীর্তন প্রভৃতি কয়েকখানি গ্ৰন্থই সৰ্ব্বাপেক্ষা প্রধান। কৃত্তিবাস ফুলিয়ানামক গ্রামে ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করিয়াছিলেন । ইনি আনুমানিক ১৫৭৭ খৃঃ অন্ধে রামায়ণ রচনা করেন । রামায়ণের ভাষা নিতান্ত প্রাঞ্জল ও হৃদরগ্রাহিণী । দুর্ভাগ্যক্রমে এক্ষণে বিশুদ্ধ রামায়ণ গ্রন্থ পাওরা যায় না। মুদ্রাকর ও প্রকাশকদিগের দোষে উল এক্ষণে প্রকৃত অবস্থায় নাই । যিনি যেরূপ ইচ্ছা করিয়াছেন