পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¥ ovr সীতা । কিয়ৎকাল বিশ্রাম করুন, এস্থানে অবশুই বাস করিতে পাইবেন। আমার স্বামী, ভ্রাতার সহিত, নানাপ্রকার পশু হনন ও পণ্ডমাংস গ্রহণ পূৰ্ব্বক শীঘ্রই কুটারে প্রত্যাগমন করিবেন।” (৩। ৪৬, ৪৭) সীতাদেবী এই প্রকারে ভিক্ষুকের অভ্যর্থনা করিয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন, এবং রামলক্ষ্মণের আলিতে বিলম্ব দেখিয়া উৎকণ্ঠিতমনে বনের দিকে বারম্বার দৃষ্টিসঞ্চালন করিতে লাগিলেন ; কিন্তু তিনি আকুলমনে হতাশহদয়ে দেখিলেন যে, ভ্রাতৃদুগলের শীঘ্র প্রত্যাগমনের কোথাও কোনও লক্ষণ নাই, কেবলমাত্র দিগন্তপ্রসারী। শু্যামলবন মধ্যে মধ্যে বায়ুবেগে আন্দোলিত হইয়। বিষাদভরেই যেন উচ্ছসিত হইতেছে! সীতাদেবী ভিক্ষুকের পরিচয় জিজ্ঞাসা করিলে, দুষ্ট সাহসভরে দারুণবাক্যে আপনার পরিচয় প্রদান করিল। সে কহিল "জানকি, যাহার প্রতাপে দেবাসুরমনুষ্য শঙ্কিত হয়, আমি সেই রাক্ষসাধিপতি রাবণ । তুমি স্বর্ণবর্ণ ও কৌশেয়বসনা, তোমায় দেখিয়া আমি বিমোচিত হইয়াছি। আমি নানাস্থান হইতে বহুসংখ্য স্বরূপ রমণী আহরণ করিয়াছি, এক্ষণে তুমি তৎসমুদয়ের মধ্যে প্রধান মহিষী হও । লঙ্কা নামে আমার এক বৃহৎ নগরী আছে; উহা সমুদ্রে পরিবেষ্টিত ও পৰ্ব্বতোপরি প্রতিষ্ঠিত। তুমি রাজমহিষী হইলে, পঞ্চসহস্র সুবেশ। দাসী তোমার পরিচর্য্যায় নিযুক্ত থাকিবে। তখন এই বনবাসে তোমার আর ইচ্ছাও হইবে না তুমি আমাকে আশ্রয় কর, আমি তোমার সৰ্ব্বাংশে অনুরূপ। আমা হইতে কদাচ তোমার কোনরূপ অপকার হইবে না। তুমি মনুষ্য রামের মমতা দূর করিয়া আমাতেই অনুরক্ত হও । যে ব্যক্তি স্ত্রীলোকের কথায় আত্মীয় স্বজন ও রাজ্য বিসর্জন করিয়া এই হিংস্ৰজত্বপূর্ণ অরণ্যে আসিয়াছে, তুমি কোন গুণে সেই নষ্টসঙ্কর অরায়ু রামের প্রতি মমুরাগিণী হইয়াছ t"