পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায়। るや。 স্থানে ভ্রমণ করিলেন এবং একস্থলে রুধিরাক্ত জটায়ুকে দেখির তাহাকেই সীতার হস্ত মনে করিলেন। তিনি তীক্ষশরদ্বারা জটায়ুর প্রাণবিনাশে উদ্যত হইয়াছেন, এমন সময়ে আসন্ননৃত্যু বিহুগরাজ তাহাকে নিবারণ করিয়া সীতাহরণসংক্রান্ত সমস্ত বিবরণ অতিশয় কষ্টে নিবেদন করিলেন। রাবণ সীতাকে একাকিনী পাইয়া অপহরণ করিয়া পলাইতেছিল , জটায়ু তদর্শনে সীতার রক্ষার্থ প্রাণপণে যুদ্ধ করিয়া চুরাত্মা রাক্ষসের সাংগ্রামিক রথ সারথি ও ছত্র প্রভৃতি সমস্ত ভ্ৰব্যই বিনষ্ট করিয়াছেন। কিন্তু দুৰ্ব্বত্ত রাবণ তাহাকে ছিন্নপক্ষ ও শরবিদ্ধ করিয়া আকাশপথে সীতাকে লইয়া পলায়ন করিয়াছে। জটায়ু রামের আগমনকাল পর্য্যন্ত কষ্টে জীবন রক্ষা করিতেছিলেন, এক্ষণে র্তাহাকে সীতার সংবাদ জ্ঞাপন করিয়া সফেন শোণিত উগার করিতে করিতে গতাস্থ হইলেন i) রাম হিতাকাজী জটায়ুর মৃত্যুশোকে অধিকতর কাতর হইয়। লক্ষ্মণের সাহায্যে এক চিত। প্রস্তুত করিলেন, এবং তদুপরি র্তাহাকে আরোপণ করিয়া তাহার অগ্নিক্রিয়া সমাধা করিলেন। অনস্তর গোদাবরীজলে র্তাহার। স্নান তৰ্পণ করিয়া সীতার অন্বেষণে দক্ষিণাভিমুখে যাত্র করিলেন। কিয়দৱ যাইতে ন যাইতে তাহার এক গহনবনে প্রবিষ্ট হইলেন। এই বনের নাম ক্রৌঞ্চারণ্য। র্তাহার যত্নসহকারে সেই অরণ্যে সীতার অন্বেষণ করিলেন, কিন্তু কোথাও তাছার দর্শন পাইলেন না। অনতিদূরে মতঙ্গাশ্রম নামে এক নিবিড় বন ; রামলক্ষ্মণ সীতার অন্বেষণার্থ তন্মধ্যে প্রবেশ করিয়া এক অভিনব বিপজ্জালে জড়িত হইলেন। কবন্ধনামা এক দীর্ঘবাহু রাক্ষস তাহদিগকে দেখিয় তাহদের স্বকোমল মাংসে উদরপূরণের বাসন করিল। তাহার বিকৃত আকার ও ভীষণমূৰ্ত্তি। সে শোকসত্তপ্ত ভ্রাতৃমুগলকে বাহুদ্বারা অনায়াসে গ্রহণ করিয়া নিপীড়িত করিতে >パ9