পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S२रे সীত{ l: - लभिण । श्रृङ्खाग्न शञ्च१ ब्राफरनग्न श्प्ड विरुण इहेर्दा फाउन्ञाखि প্রকাশ করিতে লাগিলেন। তদর্শনে রাম তাহাকে উং সাহ প্রদান করিতে লাগিলেন, এবং উভয়ে বীরোচিত সাহস প্রদর্শন করিয়া রাক্ষসের বাহুদ্বয় ছেদন করিয়া ফেলিলেন । কবন্ধ মেঘবৎ গম্ভীররবে দিগন্তু প্রতিধ্বনিত করিয়া শোণিতলিপ্তদেহে ভূমিতলে পতিত হইল, এবং মৃত্যু আসন্ন দেখিয়া রাম লক্ষ্মণের পরিচয় জিজ্ঞাসা করিল। কবন্ধ তাহাদের পরিচয় প্রাপ্ত ও রাবণকর্তৃক সীতাহরণসংক্রান্ত সমস্ত ব্যাপার অবগত হইয় তাহাদিগকে ঋষ্যমূক পৰ্ব্বতে মুগ্ৰীবনাম বানরপ্রধানের সহিত মিত্রতা স্থাপন করিতে উপদেশ প্রদান করিল, এবং ঋষ্যমুক যাইবার পথ প্রদর্শন করিয়া অল্পক্ষণমধ্যেই প্রাণত্যাগ করিল। মৃত্যুকালে কবন্ধের প্রার্থনানুসারে, রামলক্ষ্মণ করিগুওভগ্ন শুষ্ককাঠম্বারা এক চিতা প্রস্তুত করিয়া তাছাতে তাহার দেহ দগ্ধ করিলেন, এবং পুনৰ্ব্বার অস্ত্রশস্ত্র গ্রহণ পূর্বক নিঃশঙ্কমনে ঋষ্যমূকপৰ্ব্বতোদেশে গমন করিতে লাগিলেন। ভ্রাতৃসুগলে কত যে মনোহর বন ও ভীষণ অরণ্য অতিক্রম করিলেন, তাহার সংখ্যা নাই। এক পৰ্ব্বতপৃষ্ঠে নিশা যাপন করিয়া তাহার। পরদিন প্রাতঃকালে পম্পাসরোবরের পশ্চিমতটে উপনীত হইলেন। অদূরে তাপসী শবরীর আশ্রম ছিল ; রামলক্ষ্মণ তাপসীর সন্নিধানে উপস্থিত হুইয়া তাঙ্কাকে দর্শন পূৰ্ব্বক বিমল আনন্দ অনুভব করিলেন। তাপসীও র্তাহাদের শুভাগমনে আপনাকে ধন্য মনে করিলেন, এবং সেই মনোহর আশ্রমের যে যে স্থলে শুদ্ধসত্ত্ব মহর্ষিগণ মন্ত্রোচ্চারণ পূৰ্ব্বক জলন্ত জনলে পবিত্র দেহপঞ্জর আহুতিপ্রদান করিয়াছিলেন, তাহাও তাহাদিগকে দর্শন করাইলেন । অনন্তর সেই চীরচর্শ্বধারিণী জটিল শবরী পৃথিবীতে আপনার অবস্থানকাল শেষপ্রায় জামিয় রামের সন্মুখেই অগ্নিকুণ্ডে নিজ দেহ ভস্মীভূত করিলেন। তাপসী