পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায় । >8? বড়ই মন্দভাগিনী। এইরূপ চিন্তা করিতে করিতে সীতা রাবণের হস্ত হইতে মুক্তিলাভের কোন উপায় না দেখিয়া কখন কখন কাতরভাবে মুক্তকণ্ঠে রোদন করিতেন, কখনও উন্মাদিনীর ন্যায় লক্ষিত হইতেন, ७ष५ कथन७ वा बिषायम नैौब्रब ७ निर"कडे इइब्रा शब्रागान खे°विडे থাকিতেন। ইহার উপর চেড়ীগণ র্তাহাকে উৎপীড়ন করিত এবং পাময় রাবণও মধ্যে মধ্যে আসিয়া তাহার সুকোমল মনকে সস্তপ্ত করিত। সীতার প্রাণ বড়ই কঠিন, তাই এত যন্ত্রণাতেও তাহ বিনষ্ট হইল না। - একদিন নিশাবসানকালে সীতাদেবী ধূলিধূসরিতদেহে ছশ্চিন্তায় নিদ্রাশূন্ত হইয়া ভূমিতলে উপবিষ্ট আছেন, এবং চেড়ীগণ সাবধানে তাহার রক্ষণাবেক্ষণে নিযুক্ত আছে, এমন সময়ে পক্ষিগণের আকস্মিক কলরবে সেই অশোক কানন পরিপূর্ণ হইয়া উঠিল। রজনী প্রভাত হইলে, পক্ষিগণ প্রতিদিন যেরূপ মঙ্গলময় আনন্দকোলাহল করিয়া থাকে, ইহা তাদৃশ কোলাহল বলিয়া বোধ হইল না। কিঞ্চিৎ মনোযোগপূর্বক লক্ষ্য করিলে, যে কেহ স্পষ্ট বুঝিতে পারিত যে বিহঙ্গমকুল কোনও কারণে সন্ত্রালিত হইয়া অসময়ে জাগরিত হইয়াছে। যাহাহউক, সীতাদেবী অথবা চেড়ীগণের মধ্যে কেহই এই অভূতপূৰ্ব্ব ঘটনাট লক্ষ্য করিল না। অন্ধকারাচ্ছন্ন পত্রবহুল পরস্পরসংশ্লিষ্ট বৃক্ষশাখার মধ্য দিয়া একটা অদ্ভুত জীব নিঃশদ্বপদসঞ্চারে যেদিকে সীতা অবস্থান করিতেছিলেন, সেই দিকে ধীরে ধীরে অগ্রসর হইতেছিল। পক্ষিসকল সেই প্রস্তুতজীবদর্শনে সন্ত্রস্ত হইয়াই কুলায় পরি ত্যাগ পূর্বক ভীতশ্বরে চীৎকার করিতে করিতে ইতস্ততঃ উড়ন হইতেছিল। যাহাহউক, সেই অদ্ভুত জীব ক্রমে ক্রমে একটা শাখাপল্পৰৱস্থল উন্নত শিংশপাৰ্বক্ষের সমীপবৰ্ত্তী হইয়৷ তদুপরি আরোহণ করিল, এবং সেই বৃক্ষমূলে উপবিষ্ট সীতাদেবীর প্রতি অনিমেষলোচনে দৃষ্টপাত করিতে লাগিল!