পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t;

  • . সীতা । ।

এই অদ্ভুত জীব কে, তাহ প্রশ্ন করিবার পূৰ্ব্বেই পাঠকপাঠিকাগণ নিঃসন্দেহই তাহাকে চিনিতে সমর্থ হইয়াছেন। ইনি সেই প্রভুভক্ত মহাবীর পবনকুমার। এই মহাবীর স্বতেজে সাগর লঙ্ঘনপূৰ্ব্বক লঙ্কাতে উপস্থিত হইয়া নিশাযোগে পুরীমধ্যে সীতান্বেষণে প্রবৃত্ত হইলেন। তিনি ছদ্মবেশে রাবণের প্রাসাদের সর্বস্থলেই অনুসন্ধান করিলেন ; লঙ্কেশ্বরের অন্তঃপুরে নিগ্রামগ্ন সুবেশ স্বরূপ কতশত রমণী দেখিলেন, কিন্তু তাহাদের মধ্যে কাছাকেও সীতা বলিয়া চিনিতে সমর্থ হইলেন না। রাঘবপত্নী বিলাসিনীর ন্যায় নিশ্চিস্তমনে রাবণগৃহে নিদ্রা যাইবেন কেন ? রামময়প্রাণা জানকী পতিশোকে নিশ্চয়ই কৃশ হইয়া দীনার ন্যায় কোথাও অবস্থান করিতেছেন। হনুমান মনে মনে এইরূপ বিতর্ক করিয়া বিরহবিধুরা শোকমলিন সীতার অন্বেষণ করিতে লাগিলেন, কিন্তু কোথাও তাদৃশলক্ষণাক্রান্ত একটা রমণীরও দর্শন না পাইয়৷ অতিশয় হতাশ হইতে লাগিলেন। তবে কি হনুমানের সাগরলঙ্ঘন শ্রম ব্যর্থ হইল ? সীতা কি এতদিন রামের শোকে প্রণত্যাগ করিয়াছেন ? হনুমান সীতার অনুসন্ধান না করিয়া কোন মুখে কিষ্কিন্ধায় প্রত্যাগমন করিবেন ? রাম সীতা ব্যতিরেকে নিশ্চয়ই অধিকদিন জীবিত থাকিবেন না। রাম মরিলে, লক্ষ্মণ এবং সুগ্ৰীবও তাহার পথামুসরণ করবেন। হনুমানের তবে আর বঁচিয়া ফল কি ? হনুমান স্বদেশে আর প্রত্যাগমন করিবেন না ; তিনি লঙ্কার মধ্যেই কোনও নির্জন স্থানে তপস্যা করিয়৷ দেহ বিসর্জন করিবেন। এইরূপ সঙ্কল্প করিয়া মহাবীর হনুমান দুঃখিতচিত্তে এক প্রাচীরোপরি উপবিষ্ট হইলেন। সেখান হইতে অনতিদূরে এক নিবিড় কানন অবলোকন করিয়া তিনি তন্মধ্যে প্রবিষ্ট হইলেন এবং বিহঙ্গম সকলকে সন্ত্ৰাসিত করিয়া বৃক্ষ হইতে বৃক্ষাস্তরে গমন করিতে করিতে এক শিংশপা বৃক্ষমূলে একটা রমণীকে উপবিষ্ট দেখিলেন। তখন হনুমান সোৎসুকচিত্তে সকলের