পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

గ్రీ 8 সীতা । বৰ্ত্তী সুরম্য কাননে আমার সহিত বাস করিতে সম্মত হও । (tારe) - উগ্রস্বভাব রাবণের ঈদৃশ অপমানহুচক ঘৃণিত বাক্য শ্রবণ করিয়া জানকী অতিশয় সস্তপ্ত হইয়া উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিলেন । রামচিস্তা তাহার মনে নিরস্তর জাগরূক রহিয়াছে ; তিনি একটা তৃণ ব্যবধান রাখিয়া রাবণকে কাতরকণ্ঠে কহিতে লাগিলেন “রাক্ষসাধিনাথ, তুমি আমায় অভিলাষ করিও না, স্বভাৰ্য্যায় অনুরক্ত হও ; পাপাত্মার পক্ষে মুক্তিপদার্থের ন্যায় তুমি আমাকে সুলভ বোধ করিও না।” বলিতে বলিতে জানকীর মনে দারুণ ঘুণ। উপস্থিত হইল ; তিনি সহসা ক্রোধানলে প্ৰজলিত হইয়া উঠিলেন। তিনি রাবণকে পশ্চাৎ করিয়া বসিলেন এবং পরুষবাক্যে কহিতে লাগিলেন “দেখ, আমি অন্তের সহধৰ্ম্মিণী ও সাধবী, তুই আমাকে সামান্ত৷ ভোগ্য স্ত্রী বোধ করিস না। ধৰ্ম্মকে শ্রেয় জ্ঞান কর এবং সত্ৰত চারী হ । রাক্ষস, নিজের স্তায় পরের স্ত্রীকেও রক্ষা করা উচিত । যখন তোর বুদ্ধি এইরূপ বিপরীত ও ভ্রষ্ট, তখন বোধ হয় এই মহানগরীতে কোন সজ্জন নাই, থাকিলেও তুই তাহাদিগের কোনরূপ সংশ্ৰব রাখিস না। রাবণ, প্রভা যেমন সুৰ্য্যের, আমিও সেইরূপ রামের ; মুতরাং তুই আমাকে ঐশ্বৰ্য্য বা ধনে কদাচ প্রলোভিত করিতে পারিবি না। তুই এক্ষণে এই দুঃখিনীকে রামের সঙ্গিনী করিয়া দে। যদি লঙ্কার ঐ রক্ষার ইচ্ছা থাকে, যদি স্ববংশে বাচিবার বাসন থাকে, তবে সেই শরণাগতবৎসল রামকে প্রসন্ন করিয়া তাহার সহিত মিত্রত। কর। দেখ, তুই যদি আমাকে লইয়া তাহার হস্তে দিস, তবেই তোর মঙ্গল, নচেৎ ঘোর বিপদ। সেই লোকাধিপতি রামের হন্তে কিছুতেই তোর নিস্তার নাই। তুই অচিরাৎ বজ্রনির্ঘোষের স্তা রামের ভীষণ ধমুষ্টঙ্কার শুনিতে পাইবি; অচিরাৎ তাহার নামাঙ্কিত শরজাল, জলস্ত