পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায় । ()ని ঞ্জানকী মহাবীর রাবণকে দেখিবামাত্র ভয়ে কম্পিত হইতে লাগিলেন এবং উক্লযুগলে উদর ও করদ্বয়ে স্তনমণ্ডল আচ্ছাদন পূর্বক জলধারাকুললোচনে উপবেশন করিয়া রহিলেন। তিনি একান্ত দীন ও শোকে যার পর নাই কাতর ; রাবণের মৃত্যু কামনাই তাহার এক মাত্র ব্ৰত । শোক তাপে তাহার শরীর গুস্ক ও কৃশ ; তিনি নিয়তই ধ্যানে নিমগ্ন এবং একাকিনী অনবরত রোদন করিতেছেন । রাবণকে আসিতে দেখিয়া তাহার নেত্রযুগল ক্রোধে আরক্ত হইল। তিনি সজলনয়নে অসহায়ার স্তায় চতুর্দিকে দৃষ্টিপাত করিতে লাগিলেন। রাবণ জানকীর সমীপে উপস্থিত হইয়া তাহাকে মধুরবচনে নানারূপ প্রলোভন প্রদর্শন পুৰ্ব্বক কহিতে লাগিল "জানকি, তুমি আমাকে দেখিবামাত্র সঙ্কুচিত হইতে ছ কেন ? আমি তোমার প্রণয় ভিক্ষ করিতেছি, তুমি আমাকে সন্মান কর। তুমি অনিচ্ছুক, এই জন্ত আমি তোমাকে স্পর্শ করিতেছি না । দেবি, আম হইতে কদাচ তোমার কোনও ব্যতিক্রম ঘটিৰে না, তুমি আমাকে বিশ্বাস কর, কিছু মাত্র ভীত হইও না । একবেণীধারণ, ধরাতলে শয়ন, উপবাস, মলিন বস্ত্র পরিধান ও ধ্যান তোমার সঙ্গত হইতেছে না। তুমি আমার প্রতি অনুরক্ত হইয়া ভোগমুখে আসক্ত হও । তুমি বুদ্ধিমোহ দুর কর । আমার অন্তঃপুরে অনেকানেক স্বরূপা রমণী আছে, তুমি তাহাদের অধীশ্বরী হইয়া থাক । আমি স্ববিক্রমে ষে সমস্ত ধনরত্ন ংগ্ৰহ কল্পিয়াছি, তৎসমুদয় এবং সমগ্র রাজ্য তোমাকে অর্পণ করিতেছি ; তোমার প্রীতির জন্ত এই গ্রামনগরপরিপূর্ণ পৃথিবী অধিকার করিয়া তোমার পিতাকে রাজা করিতেছি ; তুমি আমার ভার্ষ্য হইয়া থাক। আমার সহিত প্রতিদ্বন্দিতা করিয়া উঠে, ত্রিভুবনে এমন আর কেহই নাই। দেবি, রাম তপস্তা, বল, বিক্রম ও ধনে আমার তুল্য ময় এবং তাহার যশও আমার সদৃশ হইবে না। অতএব তুমি সমুদ্রতীর २०