পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সীতা । - ولم وف لا হইতেই যে রাবণের সৰ্ব্বনাশসাধন হইবে ইহা বুঝিতে পারিয়া মহামতি বিভীষণ দুঃশীল ভ্রাতার সমস্ত সংশ্ৰব পরিত্যাগ পূৰ্ব্বক সাগর সমুত্তীর্ণ হইয়া রামেরই আশ্রয় গ্রহণ করিলেন। রাম বিভীষণসম্বন্ধে সকল কথাই অবগত হইয় তাহার সহিত পবিত্র মিত্রতাস্থত্রে আবদ্ধ হইলেন। বিভীষণ ও রামের সম্যক্‌ সহায়তা করিতে প্রতিশ্রুত হইলেন । তদনন্তর সাগর সমুত্তীর্ণ হওনের চেষ্টা হইতে লাগিল । সেনাপতি মল বানরগণের সাহায্যে বৃক্ষ প্রস্তর দ্বারা সাগর বন্ধন করিতে প্রবৃত্ত হইয়া অত্যন্ত্রদিবসের মধ্যেই তাহা সুসম্পন্ন করিলেন । সেই স্বরচিত বিস্তৃত সেতু অনন্ত নীলাম্বুরাশি মধ্যে লম্বমান হইয়। গগনতলে ছায়াপথের দ্যায় শোভা পাইতে লাগিল। রামচন্দ্র বানরসৈন্তসমভিব্যাহারে সেই সেতুসংযোগে সাগর সমুত্তীর্ণ হইয়া লঙ্কাভূমিতে পদার্পণ করিলেন, এবং নানাস্থলে স্কন্ধাবার স্থাপন ও অপূৰ্ব্ব ব্যুহরচনা করিয়া লঙ্কাপুরী অবরোধ করিলেন। বানরগণ মুহুমুহুঃ সিংহনাদ পরিত্যাগ করিয়া রামচন্দ্রের জয়োল্লাসধ্বনিতে গগনমণ্ডল পরিপূর্ণ করিতে লাগিল ।