পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

» ፃ• গীতা । , তাহার দেহের সহিত আমার এই দেহ মিলিত হউক, আমি তাহার অনুগমন করিব।” ( ৬৩২ ) সীতা এইরূপে বিলাপ করিতেছেন, এমন সময়ে এক দ্বাররক্ষক আসিয়া রাবণকে বলিল যে, সেনাপতি ও অমাত্যগণ রাজদর্শণাভিলাষে দ্বারদেশে দণ্ডায়মান রহিয়াছে । রাবণ তৎক্ষণাৎ অশোককানন পরিত্যাগ করিল। সে চলিয়া গেলে, সরমাদেবী সীতার নিকট উপস্থিত হইয়া মায়ামুগুরহস্য বিবৃত করিলেন এবং সীতাকে মধুরবচনে সাত্বন করিলেন। সেই সময়ে জলদগম্ভীর ভেরীরবের সহিত বানর ও রাক্ষস সৈন্তের ভীষণ সিংহনাদ শ্রুতিগোচর হইল। তখন সীতাদেবী বুঝিতে পারিলেন যে, উভয় সৈন্তের মধ্যে ভয়ঙ্কর সংগ্রামের আয়োজন হুইতেছে। জানকী মধুরভাষিণী সরম কর্তৃক আশ্বস্ত হইয়া কৃতজ্ঞহৃদয়ে আনন্দাশ্র বিসর্জন করিতে লাগিলেন। অতঃপর বানর ও রাক্ষসগণের ভীষণ সংগ্রাম আরম্ভ হইল। জয় পরাজয় উভয়দলকেই আশ্রয় করিতে লাগিল। একদিন কুমার ইন্দ্রজিৎ রামের সহিত তুমুল সংগ্রাম উপস্থিত করিল। সহস্ৰ সহস্র বানর ও রাক্ষসের শোণিতে রণস্থল কর্দমময় হইল। বহুক্ষণ যুদ্ধের পর ইন্দ্রজিৎ রামলক্ষ্মণকে নাগপাশে বদ্ধ করিয়া সিংহনাদ করিতে করিতে পুীমধ্যে প্রবেশ করিল। রাবণ মহানন্দে পুত্রকে আলিঙ্গন করিল এবং তৎক্ষণাৎ সীতাকে রথে আরোপণ করিয়া একবার রণস্থলী দর্শন করাইতে ত্ৰিজটার প্রতি আদেশ করিল। ত্ৰিজটা সীতাকে লইয়া শূন্ত হইতে নাগপাশবদ্ধ রামলক্ষ্মণকে দেখাইতে লাগিল। সীতাদেবী র্তাহাদিগকে মৃত মনে করিয়া বিলাপধ্বনিতে গগনমণ্ডল পরিপূর্ণ করিলেন ; কিন্তু সহৃদয়া ত্ৰিজটা তাহাকে শোকাপনোদন করিতে উপদেশ দিলেন। রামলক্ষ্মণ প্রাণত্যাগ করেন নাই বুঝিতে পারিস্থ সীতা আশ্বস্ত হইলেন এবং অশোককাননে । পুনৰ্ব্বার আনীত