পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ֆ ԳՆ সীতা । - কায় করেন না ; ফলতঃ এইরূপ আচার রক্ষা করাই সৰ্ব্বতোভাবে কর্তব্য ; চরিত্রই সাধুগণের ভূষণ। আর্য্য ব্যক্তি পাপী ও বধাহকেও শুভাচারীর তুল্য দয়া করিবেন। ধরিতে গেলে সকলে অপরাধ করিয়া থাকে, সুতরাং সৰ্ব্বত্র ক্ষমা করা উচিত। পরহিংসাতে যাহাদের মুখ, যাহার ক্র গ্রকৃতি ও ছাত্মা, পাপাচরণ দেখিলেও তাহাদিগকে দণ্ড করিবে না "χ 8כ לוט( হনুমান সীতার ধৰ্ম্মসঙ্গত বাক্য শ্রবণ করিয়া পুলকিতমনে কহিলেন দেবি, বুঝিলাম তুমি রামের গুণবতী ধৰ্ম্মপত্নী এবং সৰ্ব্বাংশেই তাহার অনুরূপ, এখন আমার অনুমতি কর, আমি তাছার নিকট প্রস্থান করি।” তখন জানকী বলিলেন “সৌম্য, আমি ভক্তবৎসল ভর্তাকে দেখিবার ইচ্ছা করি।” মহামতি হনুমান তাহার মনে হর্ষোৎপাদন পূর্বক কহিলেন “দেবি, আজই তুমি রামলক্ষ্মণকে দেখিতে পাইবে। তিনি এখন নিঃশত্রু ও স্থিরমিত্র ; শচী যেমন সুররাজ ইন্দ্রকে দেখেন, তুমিও আজ সেইরূপ তাছাকে দেখিতে পাইবে।” এই বলিয়া হনুমান জানকীর নিকট বিদায় গ্রহণ পূর্বক রামসান্নধানে উপনীত হইলেন। রাম হনুমানের মুখে সমস্ত বৃত্তান্ত অবগত হইয়া সহসা অতিশয় চিন্তিত হইলেন। তাহার নয়নযুগল বাস্পপরিপূর্ণ হইয়া উঠিল। তিনি দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিয়া বিভীষণকে কহিলেন “রাক্ষসরাজ, জানকীকে স্নান করাইয়া এবং উৎকৃষ্ট অঙ্গরাগ ও অলঙ্কারে সুসজ্জিত করিয়৷ এই স্থানে শীঘ্রই আনয়ন কর।”' বিভীষণ অন্তঃপুরে প্রবেশ পূৰ্ব্বক স্বীয় পুরস্ত্রী দ্বারা অগ্রে সীতাকে সত্বর হইতে সংবাদ দিলেন, পরে স্বয়ং সাক্ষাৎ করিয়া মস্তকে অঞ্জলি বন্ধন পুৰ্ব্বক কহিলেন “দেবি छूमि उ९झडे अत्रब्राश ७ श्रणकाप्द्र शनब्बिङ श्हेब्रा बाप्न आरब्राश्न কর ; তোমার মঙ্গল হউক, রাম তোমায় দেখিবার ইচ্ছা করিয়াছেন।” বিভীষণের বাক্য শ্রবণ করিয়া সীতার আহলাদের পরিসীমা রহিল