পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ অধ্যায় । ›ዓዊ না। বহুদিনের পর আজ সীতাদেবী ভর্তুসদৰ্শনে গমন করিতেছেন, র্তাহার আর বস্ত্ৰালঙ্কারের প্রয়োজন কি ? কিন্তু বিভীষণ র্তাহাকে ভনিদেশ পালন করিতেই অনুরোধ করিলেন ; পতিব্ৰতা রাঘবপত্নীও পতিভক্তিপ্রভাবে তৎক্ষণাৎ সন্মত হইলেন । তিনি অবিলম্বে শুদ্ধস্নাত হইয়৷ মহামূল্য বস্ত্ৰালঙ্কার ধারণ পূৰ্ব্বক শিবিকায় আরোহণ করিলেন। সোঁতাদেবীর হৃদয়ক্ষেত্র আজ নানাভাবের লীলাভূমি। পামর রাবণের হস্ত হইতে তিনি যে কখনও মুক্তিলাভ করিবেন এবং আর কখনও যে তিনি স্বামিমুখ দর্শন করিতে পাইবেন তাহ। তাহার স্বপ্নেরও অগোচর ছিল। কিন্তু সীতাদেবী আজ সত্যসত্যই সেই প্রেমময় জীবিতনাথের সন্দর্শনেই গমন করিতেছেন । ইহ। ত অভাগিনী সীতার দুঃখময়জীবনে মুখস্বপ্নমাত্র নহে? সাঁতা আনন্দাশ্রু বিসর্জন করিতে লাগিলেন এবং কৃতজ্ঞহৃদয়ে দেবতাগণকে উদ্দেশে প্রণাম করিলেন । সীতা এইরূপ নানা চিন্তায় নিমগ্ন, ইত্যবসরে শিবিক রামসন্নিধানে উপনীত হইল। বিভীষণ অগ্রসর হইয়৷ রামকে সীতার আগমনসংবাদ জ্ঞাপন করিলেন। রাম জানিয়াও যেন কিছুই জানেন না, তিনি সীতার শিবিকাটি সন্নিহিত হইতে দেখিয়াই ধ্যানমগ্ন হইলেন। আজ র্তাহার হৃদয় ঘোর অশান্তিপূর্ণ। একদিকে ক্ষত্ৰিয়তেজ ও ক্ষত্রিয় অভিমান, অপরদিকে দাম্পত্যপ্রেম ও প্রিয়জনসমাগম, একদিকে সীতার রাক্ষসগৃহবাস, অপরদিকে সীতার নির্দোষিত ; একদিকে লোকাপবাদ,অপরদিকে স্বাগত অভ্রাত্ত বিশ্বাস ; একদিকে মাধুৰ্য্য, অপরদিকে ভীষণতা ; এবম্বিধ নান ভাবের তুমুল আন্দোলনে তাহার হৃদয় অতিশয় অভিভূত হইয়। পড়িল । রামচন্দ্র নিশ্চেষ্টভাবে উপবিষ্ট আছেন দেখিয়া বিভীষণ ॐाश८क जउिदामन कब्रिब्रां श्रुटेभट्टन कश्tिणन “बैौब्र, cनवैौ छानकौ উপস্থিত। ঐ রাক্ষসগৃহপ্রবাসিনীর আগমনবার্তা অবগত হইবামাত্র ર૭