পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ অধ্যায় । >切r@r তিনি প্রদীপ্ত বহূিশিখার স্তায় সৰ্ব্বতোভাবে রাবণের অস্পৃপ্ত ছিলেন। প্রভা যেমন সূৰ্য্য হইতে অবিচ্ছিন্ন, সেইরূপ সীতা ও রাম হইতে ভিন্ন নহন। পরপৃহবাসনিবন্ধন রাম তাহাকে কদাচই পরিত্যাগ করিতে পারেন না। মহাবল বিজয়ী রামচন্দ্র সীতাদেবীকে সাদরে গ্রহণ করিলেন ; আমনই আকাশ হইতে পুষ্পবৃষ্টি ও ছন্দুভিধ্বনি হইতে লাগিল। তখন শচী যেরূপ ইন্দ্রের নিকট সুশোভিত হন, সেইরূপ তেজঃপ্রদীপ্ত জগৎলক্ষ্মী সীতাদেবীও রামের সহিত মিলিত হইয়া অপূৰ্ব্ব শোভা পাইতে লাগিলেন ।


سوم است که ه.--س--