পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সীতা । • כא এই চিন্তায় সীতার হৃদয় আনন্দে উদ্বেলিত হইতেছিল, রাজমহিষী হইবেন বলিয়া সীতার কিছুমাত্র আনন্দ হয় নাই। সীতার চরিত্রগত এই বিশেষত্বটি স্মরণ রাখিলে, সীতার মাহাত্ম্য বুঝিতে বড় বিলম্ব হয় না । রাত্রি প্রভাত হইতেছিল। এই শুভদিনে রামচন্দ্র রাজ্যপদে অভিষিক্ত হইবেন। স্বযুপ্ত নগরী এতক্ষণ মৃতের ন্যায় নিম্পন্দ ও নিশ্চেষ্ট ছিল, ক্রমে ক্রমে যেন তাহাতে জীবনী শক্তির সঞ্চার হইতে লাগিল। বিহঙ্গমকুল মঙ্গলময় কোলাহল করিয়া উঠিল । ব্রাহ্মমুহূর্তে ঈশ্বরপরায়ণ সাধুৰ্মহাত্মাগণের কণ্ঠ হইতে স্তুতি গান নিঃস্থত হইয়া বায়ুমণ্ডল বিকম্পিত করিল। জনসাধারণ ধীরে ধীরে নিদ্রা পরিত্যাগ করিয়া পূৰ্ব্বদিনের আননানুষ্ঠানে যোগদান করিল। কল্লোলময় সমুদ্রের তরঙ্গোচ্ছাসের ন্যায় আবার সেই মহানগরী হইতে হর্ষকোলাহল সমুথিত হইতে লাগিল। বন্দিগণ রামচন্দ্রের স্তুতিগান আরম্ভ করিল। দম্পতীযুগল সমস্তনিশ ঈশ্বরপূজায় অতিবাহিত করিয়াছিলেন ; প্রভাতে গুচি ও নিৰ্ম্মলচিত্ত হইয়া প্রশান্তমনে র্তাহারা রাজ্যাভিষেকের নির্দিষ্টকাল প্রতীক্ষা করিতেছিলেন, এমন সময়ে সুমন্ত্র আসিয়া রামচন্দ্রকে অভিবাদন করিলেন, এবং মহারাজ র্তাহাকে স্মরণ করিয়াছেন এই কথা নিবেদন করিয়া দূরে দণ্ডায়মান রছিলেন। --ബ-ത്ത