পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। -go সংসারে এক জাতীয় লোক এমন জর্যন্ত প্রকৃতি লইয়া জন্মগ্রহণ করে যে তাহা চিস্তা করিলে বিস্মিত হইতে হয়। তাহাদিগকে মঙ্গ দৃষ্টান্ত দ্বারা কখন অসৎ করিতে হয় না, তাহার স্বভাবতই অসৎ। যেখানে যাহা কিছু কুৎসিৎ ও ঘৃণ্য আছে, তারাই তাহারা আপনাদের প্রকৃতি গুঃ করিয়া থাকে ; সম্বন্ত দিলে তাহারা তাহা দূরে নিক্ষেপ করিয়া দেয়, অথবা আপনাদের দৃষিত নিশ্বাসবায়ু দ্বারা তাহার সৌন্দর্ঘ্য ও পবিত্রতা নষ্ট করে। এই প্রকৃতির লোকের সৌদর্ঘ্য ও পবিত্রতার একান্ত বিরোধী। সৌনর্য্য তাহারা দেখিতে পায় না, পবিত্রত। তাহারা বুঝিতে পারে না ; তাহারা চতুর্দিকে কেবল আপ: নাদের আবিল হৃদয়েরই প্রতিবিম্ব দেখিতে পায়। পরের মুখ ও আননা দেখিলে ঈর্ষানল তাহাজের হৃদয়ে প্ৰজলিত হয়, নিষ্কলঙ্ক সাধুতা দেখিলে তাহারা আপনাদের কলুষিত কল্পনা দ্বারা তাছ কলঙ্কিত করে, এবং জগতে অসাধুতা ও গাপের রাজ্য বুদ্ধি হইতে দেখিলে তাহাদের বিকট উল্লাসের আর সীমা থাকে না। কেহ অপকার না করিলেও তাহারা তাহার অপকার কয়ে এবং স্বার্থসিদ্ধির ব্যাঘাত ঘটলে পরের মুখ দুঃখের প্রতি কদাচ দৃষ্টিপাত করেন। ংক্ষেপে বলিতে গেলে, এই প্রকৃতির লোকের মানবসমাজের । কলঙ্কশ্বরূপ এবং ইহাদের দ্বারাই মানবের সমুদয় অকল্যাণ সংসাৰিত হইয়া থাকে। " ... भइङ्गो ७हे छषष्ठ यङ्गठिद्र ब्रभगै। भइब्रा कूच ७ ठूक, ध्रुज्रब्रोश দেখিতে অতিশয় কুরূপ। বাল্মীকি তাছার অন্তরের পরিচয় দিবার