পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ه / ] না । স্ত্রীশিক্ষা ও লোকশিক্ষা প্রয়োজন কি না, সে বিচারের দিন বহুকাল গত হইয়াছে; কাহারও ইচ্ছা থাক্ বা নাই থাকৃ, স্ত্রীশিক্ষা এদেশে প্রায় সৰ্ব্বশ্রেণীর মধ্যেই প্রবেশ লাভ করিতেছে । সকলে যাহাতে প্রকৃত শিক্ষালাভ করিতে সমর্থ হন, এক্ষণে তাহারই চেষ্ট। করা বুদ্ধিমান ও চিন্তাশীল ব্যক্তিমাত্রেরই কৰ্ত্তব্য। “সীতা” স্ত্রীশিক্ষা ও লোকশিক্ষার সহায় হইবে কি না, তাহ সাধারণে বিচার করিবেন। এক্ষণে, আমরা যে উদ্দেশ্যে এই পুস্তকখানি সৰ্ব্ব সমক্ষে উপস্থিত করিলাম, সে উদ্দেশু কিয়ৎ পরিমাণেও সফল হইলে, সকল শ্রম সার্থক মনে করিব । । এস্থলে কৃতজ্ঞতার সহিত স্বীকার করিতেছি যে এই গ্রন্থপ্রণয়নে পণ্ডিতবর ত্রযুক্ত হেমচন্দ্র ভট্টাচাৰ্য্য মহাশয়ের কৃত বাল্মীকি রামায়ণের বঙ্গানুবাদ হইতে স্থলে স্থলে বিশেষ সাহায্য প্রাপ্ত হইয়াছি। যে সকল শ্রদ্ধেয় বন্ধু এই গ্রন্থের প্রফ সংশোধনে সহায়তা করিয়াছেন, র্তাহাদিগকেও হৃদয়ের কৃতজ্ঞতা অর্পণ করিতেছি । বহু চেষ্টা করিয়াও গ্রন্থ খানিকে ভ্রমপ্রমাদশূন্য করিতে সমর্থ হই নাই ; সহৃদয় পাঠকপাঠিকাবর্গ সে দোষ মার্জনা করিবেন, ইহাই বিনীত প্রার্থনা। কলিকাতা। } শ্ৰীঅবিনাশ চন্দ্র দাস । ১লা ফাল্গুন, ১২৯৭ । বাল্মীকির রামায়ণ হইতে যে স্থল উদ্ধৃত হইয়াছে তাহার শেষে ব্র্যাকেটের মধ্যে প্রথম সংখ্যা কাওবাচক, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা সগৰ্বাচক।