পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায় । 83 য়াম পিতার আদেশে অগ্নিতে ঝম্পপ্রদান করিতে পারেন এবং : o সমুত্রে নিমজ্জিত হইতেও পারেন, সুতরাং কৈকেয়ীর এই বাক্যে । তিনি অতিশয় মৰ্ম্মাহত হইয়া বলিলেন “দেবি, পিতা অামায় যাহ। আদেশ করিবেন, প্রতিজ্ঞা করিতেছি আমি তাহাই পালন করিব, আপনি তদ্বিষয়ে কিছুমাত্র সন্দেহ করিবেন না। এক্ষণে আমার প্রতি র্তাহার আদেশ কি তাহাই বলুন এবং মহারাজকে প্রসন্ন করুন।” । তখন নির্দয়া কৈকেয়ী রামচন্দ্রকে বরসংক্রান্ত সমস্ত ব্যাপার হৃষ্টমনে মুক্তকণ্ঠে বলিতে লাগিলেন। রামকে চতুর্দশ বৎসর বনবাস । করিতে হইবে এবং তাহার পরিবর্তে ভরত রাজসিংহাসন অধিকার করিবেন। কৈকেয়ী মহারাজের নিকট এই বরদ্বয় প্রার্থনা করিয়াছেন ; কিন্তু তিনি একদিকে রামের প্রতি মেহাধিক্যবশতঃ এবং অপরদিকে ধৰ্ম্মভয়প্রযুক্ত অত্যন্ত শোকাকুল হইয়াছেন। রাম কৰ্ত্তব্যপরায়ণ পুত্রের স্তায় পিতৃসত্য পালন করিতে যত্নবান্‌ হউন, এবং অনতিবিলম্বে জটাবষ্কল ধারণ পূৰ্ব্বক বনগমন করুন ; অন্তথা । মহারাজের শোকাপনোদন হইবে না। রাম অযোধ্যা পরিত্যাগ করিয়া অরণ্যে প্রস্থান না করিলে তিনি অন্নজল স্পর্শ করিবেন না ; · অতএব রাম সত্বর হউন । - Gাম কৈকেয়ীর এই নিদারুণ বাক্য শ্রবণ পূর্বক কিছুমাত্র বিচলিত হইলেন না। তিনি বলিলেন “দেবি, আমি স্বতঃপ্রবৃত্ত হইয়াই হৃষ্টমনে প্রিয়তম ভরতকে ধন, রত্ন, রাজ্য, প্রাণ এবং এমন কি সীত৷ পৰ্য্যন্ত প্রদান করিতে পারি ; যখন স্বয়ং পিতৃদেব আমাকে রাজ্য পরিত্যাগে অাদেশ করিতেছেন, তখন আর কথা কি ? আপনি মহারাজকে প্রসন্ন করুন; আমি এতদণ্ডেই জটাবহুল ধারণ পূৰ্ব্বক দ্বগুকারণ্য অভিমুখে যাত্রা করিব ; কেবল জননী কৌশল্যাদেবীকে আশ্বস্ত ও জানকীর সহিত একবার সাক্ষাৎকার করিতে যাকিছু o