পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায় । 8& করিতে নাই, তাহাতে অধৰ্ম্ম ও অপযশ উভয়ই সঞ্চিত হয়। পতিগুশ্ৰুষাই স্ত্রীজাতির ধৰ্ম্ম। রাম বনগমন করিলে মহারাজ শোকাকুল হইবেন ; কৌশল্য সন্নিকটে না থাকিলে তাহার পরিচর্য্যা কে করিবেন ? - রামকে বনগমনে একান্তই দৃঢ়প্রতিজ্ঞ দেখিয় কৌশল্য প্রণত পুত্রকে সজলনয়নে আশীৰ্ব্বাদ করিলেন, এবং সৰ্ব্বত্র তাহাকে মুস্থ ও কুশলে রাখিতে দেবতাগণের নিকট প্রার্থনা করিলেন। রাম জননীর পাবন্দন পূৰ্ব্বক লক্ষ্মণের সহিত র্তাহার অন্তঃপুর পরিত্যাগ করিয়া সীতার অাবাসে প্রবেশ করিলেন।