পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

गंधीम यथTीघ्न ! भांष्ट्रश जैौख शङ्ख१ ७ मांझ१ शनःकडे यांशं रुहेtन७ श्रज्ञांनबनtन তাহা সন্থ করিতে পারে। কিন্তু সেই অবস্থায় সে যদি কোন অভিন্নহৃদয় বন্ধু বা আত্মীয়ের নিকট উপস্থিত হয়, অথবা কোন ব্যক্তি যদি তৎকালে সহানুভূতিস্বচক কোন বাক্যপ্রয়োগ করে, তাহা হইলে সহস্ৰ চেষ্টাতেও আর তাহার আত্মসংযম রক্ষিত হয় না, মানবের ীেৰ্ব্বল্য তৎক্ষণাৎ অগ্রজারূপে পরিস্ফুট হইয় পড়ে।) রাম এতক্ষণ আপনার মনোভাব সংগোপন করিতে সমর্থ হইয়াছিলেন। দশরথের নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া কৌশল্যার অন্তঃপুরে প্রবেশের সময় এবং কৌশল্যার অন্তঃপুর হইতে বহির্গমনের সময়ও তাহার মুখমণ্ডলে কেহ কোন ভাবান্তর লক্ষ্য করে নাই। কিন্তু যেমন তিনি সীতার আবাসের সন্নিকট হইলেন, আমনই র্তাহার সংরুদ্ধ শোকবেগ উচ্ছলিত হইয়া উঠিল। রামের লোচন অশ্রুপূর্ণ হইল, মুখমণ্ডল সহসা নিম্প্রত হইয় গেল, এবং হৃদয়রাজ্যে নানাভাবের তুমুল বিসস্বাদ আরম্ভ হইল। সীতাদেবী রাজধর্মের অনুরূপ আচার অবলম্বন পূর্বক হৃষ্টমনে কৃতজ্ঞহৃদয়ে দেবপূজা সমাপন করিয়া প্রতিমুহূর্তে স্বামীর আগমন প্রতীক্ষা করিতেছিলেন, এমন সময়ে রাম লজ্জাবনতবদনে তথায় প্রবেশ করিলেন। জানকী প্রিয়তমকে চিন্তিত ও শোক । সত্তপ্ত দেখিয়া কম্পিতকলেবরে উখিত হইলেন এবং ব্যাকুলভাবে জিজ্ঞাসা করিলেন, “নাথ, সহসা কেন তোমার এইরূপ ভাবাস্তুর উপস্থিত ? আজিকার শুভদিনই তোমার রাজ্যাভিষেকে প্রশস্ত, তবে কেন তুমি এইরূপ