পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- পঞ্চম অধ্যায় । to पणिtशीन औवि७नां५, श्रांबां★ dीकांख अछिशांश c१, cष हारन भृशं ७ ব্যাস্ত্ৰসকল বাস করিতেছে, সেই নিবিড় নির্জন অরণ্যে তাপসী হইয়। নিয়ত তোমার চরণসেবা করি ; যে জলাশয়ে কমলদল প্রস্ফুটিত হইয়া আছে, হংস ও কারগুৰসকল কলরব করিতেছে, প্রতিদিন নিয়ম পূর্বক তথায় অবগাহন করি; সেই বানরসস্কুল বারণবহুল প্রদেশে পিতৃগৃহের স্তায় অক্লেশে তোমার চরণযুগল গ্রহণ পূর্বক তোমারই । আজ্ঞানুবৰ্ত্তিনী হইয়া থাকি এবং তোমার সহিত নিৰ্ভয়ে শৈল সরোবর ও পৰলসকল দর্শন করিয়া কৃতাৰ্থ হই। জানি, তুমি আমাকে বনেও মুখে প্রতিপালন করিতে পারিবে। আমার কথা দূরে থাকুক, অসংখ্য । লোকের ভার লইলেও তোমার কোন আশঙ্কা হইৰে না। এই কারণে । কহিতেছি, আজ কিছুতেই তোমার সঙ্গ ছাড়িব না। তুমি কোন মতেই আমাকে পরাখুখ করিতে পরিবে না। ক্ষুধা পাইলে বমের ফলমূল আছে। অামি উৎকৃষ্ট অন্নপানের নিমিত্ত তোমায় কোন কষ্টই দিব না । তোমার অগ্রে অগ্ৰে যাইব এবং তোমার আহারাস্তে আহার করিব। এইরূপে বহুকাল অতিক্রান্ত হইলেও দুঃখ কিছুই জানিতে পারিব না।” (২।২৭ ) o: : পূর্বেই উক্ত হইয়াছে, সীতা প্রাকৃতিক সৌন্দর্য্যের প্রতি অতিশয় অমুরাগিণী ; বাল্যকালে পিতৃগৃহে তাপসতাপসীগণের মুখে তিনি আশ্রমের বর্ণন শুনিয়াছেন ; তাই নির্জন বনে তাপলী হইয়। স্বামীর চরণসেবা করিতে র্তাহার বড় সাধ হইয়াছে। আশ্রমের সন্নিকটেও চতুর্দিকে যে প্রকার বন থাকে, সীতা সেই প্রকার বনের শোভার : কথাই উল্লেখ করিলেন; নিবিড় ও দুর্গম অরণ্য যে কিরূপ, তাহ তিনি, সম্যক্রূপে অবগত নহেন। ভাই রামচন্দ্ৰ মনে মনে বনবাসের দুঃখসকল আলোচনা করিয়া সীতাকে সঙ্গে লইতে সম্মত হইলেন না এবং গৃহেই অবস্থান করিয়া ধৰ্ম্মীচরণ করিভে তাহাকে উপদেশ দিতে লাগিলেন।