পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brペ সীতা । হইলে, রাম বলিলেন “তপোধন, এক্ষণে এই বনমধ্যে কোথায় গিয়া আশ্রয় লইব, আপনি আমায় তাহাই বলিয়া দিন ।” তখন শরভঙ্গ রামকে মহর্ষি সুতীঙ্কের নিকট যাইতে বলিয়া তাহারই সমক্ষে अग्रिंथट्वन शूर्तिक cनश् बिनर्जन कब्रिtणन । *ब्रउन्न चर्शीtब्रांश्न করিলে, সেই আশ্রমবাসী ঋষিবৰ্গ রামের সন্নিধানে উপস্থিত হইয়৷ ছরস্ত রাক্ষসগণের উৎপীড়ন হইতে পরিত্রাণ প্রার্থনা করিলেন। রাজাই ধৰ্ম্মের রক্ষক ; সুতরাং তিনি ধৰ্ম্মকে রক্ষা না করিলে কে আর তদ্বিষয়ে সমর্থ হইবে ? ঋষিগণ রামচন্দ্রের শরণাগত হইলে, তিনি তাহাদিগকে অভয় প্রদান করিলেন। রাম পিতৃসত্যপালনার্থ দওকারণ্যে আগমন করিয়াছেন, তিনি সৰ্ব্বদাই ঋষিগণের আজ্ঞাধীন ; যাহাতে র্তাহারা নিরুপদ্রবে ধৰ্ম্মসাধন করিতে পারেন, রাম তদ্বিষয়ে অবগুই প্রাণপণে সহায়তা করিবেন। তিনি বীর লক্ষ্মণের সাহায্যে ঋষিকুলকণ্টক রাক্ষসগণকে নিশ্চয়ই নিহত করিবেন। এইরূপে ঋষিগণকে আশ্বস্ত করিয়া রাম তাহাদিগের সমভিব্যাহারে মহর্ষি স্বতীক্ষের আশ্রমে উপনীত হইলেন । সুতীক্ষ তাহাদিগকে দেখিয়া অতীব আনন্দিত হইলেন। তিনি রামচন্দ্রকে তাহার আশ্রমেই বাস করিতে অনুরোধ করিলেন ; কিন্তু রাম মহৰ্ষির প্রস্তাবে কিছুতেই সন্মত হইলেন না। অনন্তর সকলে মুখে সেই নিশ মহৰ্ষির আশ্রমে যাপন করিলেন। পরদিন স্বৰ্য্যোদয় হইলে, রাম তাহাকে সম্বোধন করিয়া কহিলেন “ভগবন, আমরা আপনার সৎকারে তৃপ্ত হইয়া মুখে বাস করিয়াছিলাম, এক্ষণে অনুমতি করুন প্রস্থান করি। এই দণ্ডকারণ্যে পুণ্যশীল ঋষিগণের পবিত্র আশ্রমসকল দর্শন করিতে আমাদের একান্ত অভিলাষ হইয়াছে এবং এই তাপসেরাও আমাদিগকে তষিয়ে বারবার স্বর দিতেছেন। অতএব এক্ষণে প্রার্থনা করি, আপনি ইহঁাদের সহিত আমাদিগকে