পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায়। సి) যথাবিধি বাস্তুশাস্তি করিয়া রাম, জানকী ও লক্ষ্মণের সহিত, সেই কুটার মধ্যে প্রবেশ করিলেন। সীতাদেবী সেই নির্জনপ্রদেশের অপূৰ্ব্ব শোভা দেখিয়া হৃদয়ে বিমল আননা অনুভব করিলেন। মনোরম পঞ্চবটা তাহার চক্ষে পিতৃগৃহ অপেক্ষাও সূখকর বোধ হইতে লাগিল। ।