পাতা:সুকান্ত সমগ্র.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



কোতোয়াল

আমি রামদাস কোতোয়াল—
চটাস‍্নি ভুলে, আর কাটিস‍্নি কুমিরের খাল।

সংকলিতা

ছি! ছি! ছি! ওগো কোতোয়ালজী,
আমি কি তোমাকে পারি চটাতে?
শক্র ও পাবে না তা রটাতে।

কোতোয়াল

জানে বাতাস, জানে অন্তরীক্ষ
জানে নদী, জানে বনের বৃক্ষ,
তুই এনেছিস এদেশে দুর্ভিক্ষ।

সংকলিতা

ক্ষমা করো! আমি সর্বনেশে!
পরের উপকারের তরে এসে—
মন্বন্তর ছডিয়ে গেলাম তোমাদের এই দেশে।

উদয়ন

আমন ক’রে বলছ কেন ভগ্নী!
জ্বালছ মনে কেন ক্ষোভের অগ্নি?
রাঘব বোয়াল এই কোতোয়াল
হানা দেয় এ রাজ্যে
একে তুমি এনোই না গেরাহ্যে।

২৩০