পাতা:সুকুমার রায় রচনাবলী-দ্বিতীয় খণ্ড.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

চশমা পরে বিচার করে, চিরে দেখাই চুল—
উঠতে বসতে করছে সবাই হাজার গণ্ডা ভুল ।
আমার চোখে ধুলো দেবে সাধ্যি আছে কার ?
ধমক শুনে ভূতের বাবা হচ্ছে পগার পার ।
হাসছ ? বটে । ভাবছ বুঝি মস্ত তুমি লোক,
একটি আমার ভেংচি খেলে উলেট যাবে চোখ ।

 সকলে । দিচ্ছ গালি, লোকের তাতে কিবা এল গেল ?
আকাশেতে থুতু ছুঁড়ে–নিজের গায়েই ফেল ।

 চতুর্থ । আমার নাম ‘কিন্তু’, আমায় ‘কিন্তু’ বলে ডাকে,
সকল কাজে একটি কিছু গলদ লেগে থাকে ।
দশটা কাজে লাগি কিন্তু আটটা করি মাটি,
ষোলো-আনা কথায় কিন্তু সিকিমাত্র খাঁটি ।
লম্ফঝম্প বহুৎ কিন্তু কাজের নেইকো ছিরি——
ফোঁস্ করে যাই তেড়ে—আবার ল্যাজ গুটিয়ে ফিরি ।
পাঁচটা জিনিস গড়তে গেলে, দশটা ভেঙে চুর—
বল্‌ দেখি ভাই, কেমন আমি সাবাস বাহাদুর !

 সকলে । উচিত তোমায় বেঁধে রাখা নাকে দিয়ে দড়ি,
বেগার খাটা পণ্ড কাজের মূল্য কানাকড়ি ।

 পঞ্চম । আমার নাম ‘তবু’, তোমরা কেউ কি আমায় চেনো ?
দেখতে ছোটো, তবু আমার সাহস আছে জেনো ।
এতটুকু মানুষ, তবু দ্বিধা নাইকো মনে,
যে কাজেতেই লাগি আমি খাটি প্রাণপণে ।
এমনি আমার জেদ, যখন অঙ্ক নিয়ে বসি,
একুশবারে না হয় যদি, বাইশবারে কষি ।
হাজার আসুক বাধা, তবু উৎসাহ না কমে,
হাজার লোকে চোখ রাঙালে, তবু না যাই দমে ।

 সকলে । নিষ্কম্মারা গেল কোথা, পালাল কোন দেশে ?
কাজের মানুষ কারে বলে দেখুক এখন এসে ।
হেসে খেলে, শুয়ে বসে, কত সময় যায়,
সময়টা যে কাজে লাগায়, চালাক বলে তায় ।

সন্দেশ—মাঘ, ১৩২৩

৩২
সুকুমার সমগ্র রচনাবলী : ২