পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছবি ও গল্প

ছবির টানে গল্প লিখি, নেই তো এতে ফাঁকি
যেমন ধারা কথায় শ‍ুনি, হ‍ুবহ‍ু, তাই আঁকি৷

পরীক্ষাতে গোল্লা পেয়ে হার‍ু ফেরেন বাড়ি,

রেগে আগ‍ুন হলেন বাবা সকল কথা শ‍ুনে,

চক্ষু দুটি ছানাবড়া, মুখখানি তার হাঁড়ি৷

আচ্ছা করে পিটিয়ে তারে দিলেন তুলো ধ‍ুনে৷

১৫৬
সুকুমার সমগ্র রচনাবলী