পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মারের চোটে চেচিয়ে বাড়ি মাথায় করে তোলে,

পিসি ভাসেন চোখের জলে কুটনো কোটা ফেলে,

শ‍ুনে মায়ের বুক ফেটে যায়, ‘হায় কি হল’ বলে।

আহ্লাদেতে পাশের বাড়ির আটখানা হয় ছেলে॥

সন্দেশ-১৩২৯
বিবিধ কবিতা
১৫৭