পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| SSS j ১০৭ ৷ শুশ্রীষাপরায়ণ ষে তোমরা, তোমারদিগকে যলি, শক্রদগকেও প্রীতি কর; যাহারা তোমারদের অনিষ্ট করে, তাহারদিগের উপকার কর; ষাহারা তোমারদিগকে অভিশাপ দায়, তাহারদিগকে আশীৰ্ব্বাদ কর ; যা হার তোমারদিগকে যন্ত্রণ দায়, তাঙ্কণরদের কল্যাণ প্রার্থণা কর (৩২) । যে তোমার এক কপোলে আঘাত করে, তাহাকে অপর কপোল কিরাইয়া দাও (১১৩); যে তোমার উত্তরীয় বলপূবর্বক গ্রহণ করে, তাহাকে অঙ্গরক্ষিণী, পৰ্য্যন্ত প্রদানে অস্বীকার করিও না (১১৩) । যে কেহ যচিঞা করে, তাহাকে প্রদান কর (১১৪); ধে তোমার নিকট হইতে দ্রব্য ঋণ লয়, তাহার নিকট হইতে প্রতিপ্রাপ্তির প্রার্থণা রাখিও না (১১৪) । পরে তোমার প্রতি যাদৃশ ব্যবহার করিলে তুষ্ট থাক, পরের প্রতি সেই ৰূপ ব্যবহার কর । যে তোমাকে প্রীতি করে, যদি তুমি কেবল তাহাকেই প্রীতি কর, তবে আর তোমার কি প্রশংসনীয় কৰ্ম্ম করা হইল? পাতকীরাও প্রীতিকারীদের প্রতি প্রীতি করে। (১১৩ অর্থাৎ গতিশয় সহিষ্ণু হও । (১১৪) এই সকল উপদেশের তাৎপর্য এই যে যাহার ৰধার্থ অভাব আছে, তাঁহাকে সাধামুসারে দান কর; এবং আপনার অনিষ্ট ন কfয় যত দুব বদন্যে হইতে পার, তত দুর চেষ্টা করিবে --Burkitt. 尊