[ SS 8 J স্বভাব মনুষ্য স্বীয় সদস্তঃকরণকপ কোষ হইতে সদ্বিষয়-বহির্গত করেন ; এবং অসদ্ব্যক্তি স্বীয় অসদন্তঃকরণৰপ কোষ হইতে অসদ্বিষয় বহির্গত করে । মনেতে যাহা প্রচুর থাকে, তাহাই মুখের দ্বারা বহির্গত হয়। ১১১ ৷ কেন অামাকে ‘প্ৰভো! প্রভো! বল, যখন আমার উপদেশকে কার্য্যে পরিণত না করিতেছ? যে ব্যক্তি আমার সন্নিধানে আসিয়া এবং অামার উপদেশ শুনিয়া তদনুযায়ী কার্য্য করে, সে কাহার তুল্য, আমি বলতেছি ; সে এমত এক ব্যক্তির সদৃশ, যে পৰ্ব্বতোপরি গভীর খনন পুৰ্ব্বক এক গৃহের মূলপাতন করে; জলপুাবন বৃদ্ধি হইয়া প্রবলৰূপে প্রবাহিত হইয়াও সেই গৃহকে কম্পিত করিতে অসমর্থ হয়, যেহেতু পৰ্ব্বতোপরি তাহার মুলপাত হইয়াছে। কিন্তু যে শুনিয়া তদনুযায়ী না চলে, সে এমত এক জনের তুল্য, যে মূলপাত না করিয়া ভূমির উপর এক গৃহ নিৰ্ম্মাণ করে; তৎপর স্রোত প্রবলৰূপে প্রবাহিত হইবামাত্রেই গৃহ পতিত হইয়া সৰ্ব্বতোভাবে নষ্ট হয় । ১১২* । একজন ফিরুসি র্তাহাকে ভোজনের নিমন্ত্রণ করল। তিনি ফিরােসর আবাসে গমন
- লুক ৭ ম অ, ৩৬ শ শ্লে ।