পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ $8 ° 1 কোন কোন ব্যক্তি কর্তৃক উত্থাপিত হইবাতে যিশু কহিলেন, তোমরা কি মনে কর যে উহারা অপহত হইয়াছে বলিয়া অপরাপর গালিলীয় হইতে অধিকতর অপরাধী? আমি বলিতেছি, কখন নহে; যদি তোমরা পাপ জন্য অনুতাপ না কর, তবে সকলেই সমান ৰূপে বিনষ্ট হইবে । অপিচ, শীলোহস্থ স্তম্ভ পতন দ্বারা যে অষ্টাদশ জনের প্রাণ বিনাশ হয়, তাহারা কি যিব্রুশালেমবাসী আর আর লোকের অপেক্ষা অধিকতর পাপী; আমি বলিতেছি, কখন নহে ; যদি তোমরা পাপ জন্য অনুতাপ না কর, তবে সকলেই সমান ৰূপে বিনষ্ট হইবে । ১৪৩। তিনি বক্ষমাণ উপমা বাক্যটিও উল্লেখ করিলেন ; কোন ব্যক্তি স্বীয় দ্রাক্ষা ক্ষেত্রে একটি উডুমুর বৃক্ষ রোপণ করিলেন; এবং কিছু কাল পরে ফলান্বেষণে আসিয়া ফল প্রাপ্ত হইলেন না ; অতএব ক্ষেত্রপালকে কহিলেন “দেখ, তিন বৎসর হইল আমি এই বৃক্ষে উডুয়র অনুসন্ধান করিতেছি, কিন্তু প্রাপ্ত হই না; ইহাকে ছেদন কর; ইহার ভূমি ব্যাপিয়া থাকিবার প্রয়োজন নাই।’ ক্ষেত্রপাল উত্তর করিল প্রভো ! এবৎসরও ইহার থাকিবার আজ্ঞা হয় ; আমি ইহার তলে আলবাল খনন করিয়া পাংশু প্রদান করিব; ইহাতে যদি ফলবান হয়,