পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ S७8 ] কহিল প্রভো! আপনার প্রদত্ত মুদ্র দ্বারা আর দশ মুদ্র লাভ করিয়াছি।’ তিনি কহিলেন ‘হে সদ্ভূত উত্তম করিয়াছ; তুমি অল্প বিষয়ে বিশ্বস্ততা প্রকাশ করিয়াছ, অতএব তোমাকে দশ নগরের অধ্যক্ষ করিলাম। অপর এক ভূত্য আসিয়া কহিল প্রভো! আপনার প্রদত্ত মুদ্র দ্বারা পাচ যুদ্র লাভ করিয়াছি।’ তিনি তাহাকেও কহিলেন, ‘ তোমাকে পাচ নগরের অধ্যক্ষ করিলাম। আর এক ভূত; আসিয়া কছিল ‘ প্ৰভো! এই আপনার মুদ্রা লউন । আমি ইহা অঞ্চলবদ্ধ রাখিয়াছিলাম; যেহেতু আপনাকে কঠিনহৃদয় বলিয়া অামার তয় ছিল । যেখানে আপনি রক্ষা না করেন, সে স্থান হইতে গ্রহণ করেন; এবং যেখানে বপন না করেন, তথা হইতে আহরণ করিয়া থাকেন । তিনি বলি লেন *ছুরাত্মন! তোর নিজের কথার দ্বারা তোর বিয়য়ে বিচার করিব । তুই ইহা জামিস যে আমি অতি কঠিনহৃদয় ; এবং যেখানে না রাখি, তথা হইতে গ্রহণ করি এবং যেখানে বপন না করি, সে স্থান হইতে আহরণ করিয়া থাকি? তবে আমার ধনকে বণিগ-বিপণিতে গচ্ছিত না রাখিয়াছিলি কেন, যে আমি বৃদ্ধির সহিত স্বীয় মুদ্র প্রতিপ্রাগু*ইতাম ?” তিনি নিকটস্থ লোকদিগকে কছিলেন "ইহার নিকট