পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s > y জপ করিও না; তাহারা মনে করে বরিয়ার ডাকিলে পরমেশ্নর প্রসন্ন হইবেন । তাহারদের ন্যায় হইও না; তোমারদের ষাহ আবশ্ব্যক, পরমপিতা প্রার্থন: করিবার পূর্বাবধিই তাহ জানেন । তোমরা এই ৰূপে প্রার্থনা কর –হে পরমপিতঃ তুমি আরাধ্যমান হও । তোমার রাজত্ব (৩৫) সমাগত হউক । অমরলোকে তোমার ইচ্ছা যেমন সিদ্ধ হইতেছে, মর্ত্যলোকে ও তদ্রুপ হউক । অদ্য অামারদের আবশ্বক উপজীব্য প্রদান কর । আমরা অপরাধীদিগকে মার্জন করি, তুমি ও আমারদের অপরাধ মাজন কর । আমারদের যেন পাপে প্রবৃত্তি নী হয়; আমারদিগকে পাপ হইতে দূরে রাখ। যেহেতু তোমার ঐশ্বৰ্য্য, শক্তি, ও মহিমা সৰ্ব্বকাল বিরাজমান আছে; তথাস্তু (৩৬)। যদি তোমরা লোকের অপরাধ ক্ষমা কর, তবে পরমপতা ও তোমারদের অপরাধ ক্ষমা করিবেন ; কিন্তু তোমরা যদি পরের অপরাধ মার্জন না কর, তবে পরমপিতা ও তোমারদের অপরাধ মার্জনা করিবেন না। .৯ । উপবাসকালে ভণ্ডতাপসদের ন্যায় শোক (৩৫) লোকের মনে । লোকে যথার্থৰূপে তোমাকে অধীশ্বর কপে বিশ্বাস করুক, এবং তদনুযায়ী আচরণ করুক। (৩৬) মুলের শব্দ "আমেন ।