পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २० } বস্ত্র দ্বারা আচ্ছাদিত হইও না; তাহার লোককে দেখাইবার নিমিত্ত মুখাছাদন করে। যথার্থ, বলিতেছি, তাহদের উপযুক্ত পুরস্কার অাছে। কিন্তু উপবাসের সময় তোমরা মুখ প্রক্ষালন করিয়া অঙ্গরাগ করি ও (৩৭); তোমরা উপবাস করিতেছ, ইছ। সৰ্ব্বন্তযর্ণমী পিতা ব্যতীত লোকে যেন না জানিতে পারে; সেই সৰ্ব্বজ্ঞ পিতা তোমাদের পুরস্কার দিবেন। ১০। যে পৃথিবীতে কীটাদি দ্বারা নষ্ট বা তস্করের দ্বারা অপহৃত হইতে পারে, এমত স্থানে তোমারদের ধন রক্ষা করিও না । কিন্তু অমরলোকে তোমারদের ধন রক্ষা কর, (৩৮) যেখানে তাহ। কীটাদি দ্বারা ও নষ্ট হইবে না, এবং তস্করের দ্বারা ও অপহৃত হইবে না। যেখানে তোমাদের ধন সেই খানেই অবশ্য মন থাকিৰে । ১১ । চক্ষু শরীরের মালোক (৩৯) স্বৰূপ; যদি তোমার চক্ষু পরিস্কৃত থাকে, তবেই তোমার শরীর আলোক পুর্ণ হইবে; প্রত্যুত, চক্ষু অপরিস্কার থা (৩৭) অর্থাৎ তোমাদের প্রাত্যহিক ব্যবহারের অন্যথা করি ওঁ মা ; লোক প্রদর্শনfধ ধৰ্ম্মাচরণ করি ও না । (৩৮) অর্থাৎ সদ্ব্যয় কর । (৩৯) জ্ঞানচক্ষু এবং জানালোক উদ্দেশে ইহা উক্ত *হুইয়াছে। " & مي